বঙ্গবন্ধুর খুনি নূরকে আনার প্রক্রিয়া চূড়ান্ত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় দণ্ডিত বিদেশে পালিয়ে থাকা নূর চৌধুরীর ফিরিয়ে আনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2011, 04:13 AM
Updated : 17 July 2011, 04:13 AM
ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় দণ্ডিত বিদেশে পালিয়ে থাকা নূর চৌধুরীর ফিরিয়ে আনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিচারাধীন ও বিদেশে পলাতক দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনতে গঠিত আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্সের সভা শেষে মন্ত্রী এ কথা বলেন।
নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী বলেন, "কানাডার আদালতে বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিষয়টি নিষ্পত্তি হলেই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।"
তবে কবে নাগাদ ফিরিয়ে আনা সম্ভব হবে তা জানাতে পারেননি মন্ত্রী।
বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত বিচারে মৃত্যুদণ্ড পাওয়া ১২ আসামির মধ্যে খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এ এম রাশেদ চৌধুরী, এস এইচ বি এম নূর চৌধুরী, রিসালদার মোসলেমউদ্দিন ও আব্দুল মাজেদ পালিয়ে আছেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
বছরের শুরুতে আইনমন্ত্রী ২০১১ সালের মধ্যেই আসামিদের ফিরিয়ে আনার আশা প্রকাশ করেছিলেন।
বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু হত্যা মামলার ৪ আসামির অবস্থান সনাক্ত করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, "কোন আসামি কোন দেশে রয়েছে তা বলা যাবে না। আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে ল' ফার্ম নিয়োগ করা হয়েছে। শিগগির তাদের ফিরিয়ে আনা হবে।"
খালেদা জিয়ার ছোট ছেলে সাজাপ্রাপ্ত আরাফাত রহমান কোকো এবং ২১ অগাস্ট গ্রেনেড হামলার আসামি বড় ছেলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।
একই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে প্রশ্ন করা হলে তিনিও তা এড়িয়ে যান।
সভায় অন্যদের মধ্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৬০৭ ঘ.