বিচারপতি সুলতান হোসেন খান আর নেই

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি সুলতান হোসেন খান মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2015, 05:48 PM
Updated : 4 July 2015, 05:59 PM

শনিবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক এই বিচারপতি নির্বাচন কমিশন ছাড়াও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সোমবার বেলা দেড়টায় সুপ্রিম কোর্ট মসজিদ প্রাঙ্গনে তার জানাজা হবে। ঝালকাঠির রাজাপুরে নিজের বাড়িতে তার দাফন হবে বলে স্বজনরা জানিয়েছেন।

১৯৯০ সালে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সুলতান হোসেন খান। দুর্নীতি দমন ব্যুরো ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশনে রূপান্তর হলে কমিশনের চেয়ারম্যান হন তিনি। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানও ছিলেন তিনি।

স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে সাবেক এই বিচারপতির।