১৫ বছরে সড়কে প্রাণ ঝরেছে ৪৫ হাজার

বিগত ১৫ বছরে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৪৫ হাজার মানুষ নিহত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2015, 12:29 PM
Updated : 22 June 2015, 12:29 PM

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে একথা জানান যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

নওগাঁ-৬ আসনে সরকারদলীয় সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, পুলিশ বিভাগের তথ্য অনুসারে ২০০০ সাল থেকে ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত মোট ৫৫ হাজার তিনশ ১৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

“এতে ৪৫ হাজার চারশ ৯৫ জন নিহত এবং ৩৮ হাজার সাতশ ৭০ জন আহত হন।”

নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য মো. শওকত চৌধুরীর আরেক প্রশ্নের জবাবে যোগোযোগ মন্ত্রী বলেন, ২০১৪-১৫ অর্থ বছরে একশ চার কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ১০৬টি সেতু নির্মাণ ও সংস্কার করা হয়েছে।

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, বিআরটিসির মোট এক হাজার ছয়শ ৭০টি যানবাহন রয়েছে। এরমধ্যে এক হাজার পাঁচশ ৩২টি বাস ও ১৩৮টি ট্রাক রয়েছে।

“বিআরটিসির জন্য তিনশ দোতলা বাস ও একশ আর্টিকুলেটেড এবং পাঁচশ ট্রাক সংগ্রহের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।”

“বিআরটিসির ১৫৮টি যাবাহন যান্ত্রিক ত্রুটির কারণে অকেজো রয়েছে। বিভিন্ন রাজনৈতিক কারণে ২০৫টি যানবাহন পোড়ানো ও ভাঙচুর করা হয়েছে। বর্তমানে বিআরটিসির ২৯৫টি বাস মেরামতের কাজ চলছে।”

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এসব কথা জানান মন্ত্রী।