সাংবাদিক হাবিবুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2015, 08:53 AM
Updated : 14 June 2015, 08:53 AM

এক শোক বিবৃতিতে তিনি বলেন, “সংবাদ জগতে তার কৃতিত্বের স্বাক্ষর চির জাগরুক হয়ে থাকবে।”

শনিবার রাত ৩টার দিকে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাবিবুর রহমান। তার বয়স হয়েছিল ৮০ বছর।

হৃদরোগ, কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি।

একুশে পদকপ্রাপ্ত হাবিবুর রহমান দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক ছিলেন। আশি ও নব্বইয়ের দশকে সন্ধানী ছদ্মনামে ইত্তেফাকে তার নিয়মিত কলাম ‘ঘরে-বাইরে’ ছিল পাঠকপ্রিয়।

এদিকে চেয়ারম্যানের মৃত্যুতে শোক পালন করছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)। সকাল থেকে কালোব্যাজ পরে আছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।

পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর জানান, দুপুরে জাতীয় প্রেসক্লাবে জানাজার পর হাবিবুর রহমান মিলনের মরদেহ পিআইবিতে আনা হবে। পরে দৈনিক ইত্তেফাক কার্যালয় ও সবশেষে বকশীবাজার মসজিদে নেওয়া হবে।

সোমবার বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন হবে বলে জানান তিনি।

হাবিবুর রহমান মিলন ১৯৩৫ সালের ২৩ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার উচালিয়া পাড়ায় জন্মগ্রহণ করেন বলে পিআইবির মহাপরিচালক জানান।