হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শোক

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2015, 05:04 AM
Updated : 14 June 2015, 07:54 AM

রোববার এক শোকবার্তায় স্পিকার বলেন, “হাবিবুর রহমান মিলন ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক। প্রজ্ঞা ও কর্মনিষ্ঠা তাকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করে।”

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হাবিবুর রহমান মিলন শনিবার রাত ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। তিনি দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক ছিলেন।

শিরীন শারমিন তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আলাদা শোকবার্তায় ডেপুটি স্পিকার বলেন, “হাবিবুর রহমান মিলন ছিলেন একজন কর্মনিষ্ঠ সাংবাদিক। তার মৃত্যু দেশের এক অপূরণীয় ক্ষতি।”

প্রধান হুইপ আ স ম ফিরোজ বলেন, “হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে বাংলাদেশ একজন প্রজ্ঞাবান সাংবাদিককে হারাল। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা কোনভাবেই পূরণ হওয়ার নয়।”