চট্টগ্রামে অঞ্জলী হত্যা: সাবেক মাদ্রাসা কর্মকর্তা আটক

ছয় মাস আগে চট্টগ্রাম নার্সিং কলেজের জ্যেষ্ঠ শিক্ষিকা অঞ্জলী রানী দেবীকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক এক মাদ্রাসা কর্মকর্তাকে ‘জিজ্ঞাসাবাদের জন্য’ আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2015, 03:29 AM
Updated : 14 June 2015, 07:51 AM

আটক মো. রেজা (৪৮) চট্টগ্রামের পটিয়ার জামিয়া আল ইসলামীয়া মাদ্রাসার সাবেক ভূসম্পত্তি কর্মকর্তা।

শনিবার রাতে নগরীর জিইসি মোড় থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী জানান।

গত ১০ জানুয়ারি নগরীর পাঁচলাইশ থানার তেলিপট্টি লেইন এলাকায় অঞ্জলী রানীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বত্তরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওইদিন বিকালে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন নিহতের স্বামী ডা. রাজেন্দ্র। বর্তমানে মামলাটির তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।

কেশব চক্রবর্তী জানান, চট্টগ্রাম নার্সিং কলেজে হিজাব পড়তে নিষেধ করার পর কলেজ কর্তৃপক্ষকে উকিল নোটিস পাঠিয়েছিলেন রেজা। ওই সময় তিনি জামিয়া আল ইসলামীয়া মাদ্রাসায় কর্মরত ছিলেন।

গত ১০ জানুয়ারি নগরীর পাঁচলাইশ থানার তেলিপট্টি লেইন এলাকায় অঞ্জলী রানীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বত্তরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওইদিন বিকালে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন নিহতের স্বামী ডা. রাজেন্দ্র। বর্তমানে মামলাটির তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।

রাজেন্দ্র চৌধুরী এর আগে জানিয়েছিলেন, অঞ্জলীকে হত্যার পর তাকেও মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরিও করেছেন।

রাজেন্দ্রর বড় মেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষানবীশ চিকিৎসক। ছোট মেয়ে ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী।