রাজ্জাক আলীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

জাতীয় সংসদের সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2015, 03:54 PM
Updated : 7 June 2015, 03:54 PM

রোববার এক শোক বাণীতে সংসদ পরিচালনায় রাজ্জাক আলীর ভূমিকার কথা স্মরণ করে সাবেক স্পিকার আবদুল হামিদ বলেন, “শেখ রাজ্জাক আলী সুষ্ঠুভাবে সংসদ পরিচালনা করতেন।”

রাষ্ট্রপতি সাবেক স্পিকার রাজ্জাক আলীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

রোববার বেলা পৌনে ৩টায় খুলনা নগরীর ফারাজীপাড়ার বাড়িতে মারা যান শেখ রাজ্জাক আলী। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

১৯৯১ সালে গঠিত পঞ্চম সংসদে প্রথমে ডেপুটি স্পিকার ও পরে স্পিকার নির্বাচিত হন শেখ রাজ্জাক আলী।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর তার সভাপতিত্বে সংসদ অধিবেশনেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিল পাস হয়েছিল।