বাজেটে ছিটমহলের বরাদ্দ বাড়ানোর দাবি
আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jun 2015 09:03 PM BdST Updated: 05 Jun 2015 09:03 PM BdST
প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের ১১১টি ছিটমহলের জন্য দেওয়া বিশেষ বরাদ্দকে অপ্রতুল উল্লেখ করে তা বাড়ানোর দাবি জানানো হয়েছে।
Related Stories
সংসদে নতুন বাজেট প্রস্তাবের একদিন পর ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা এ দাবি জানান।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “ছিটমহলবাসীর কল্যাণ চিন্তা করে তাদের এলাকায় উন্নয়ন কার্যক্রম বেগবান করার জন্য এই বাজেটে ২০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব করছি।”
তবে এখন থেকে এই ছিটমহলগুলোকে নিয়মিতভাবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের উন্নয়ন কর্মসূচির আওতায় নিয়ে আসবে বলে জানান অর্থমন্ত্রী।
ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি (বাংলাদেশ ইউনিট) সভাপতি মইনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন অর্থ বছরের বাংলাদেশের বাজেটে ছিটমহল উন্নয়নে কমপক্ষে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হোক। কারণ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে প্রয়োজন এ বিশেষ বরাদ্দ।
ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি (বাংলাদেশ ইউনিট) সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত সরকার ছিটমহল উন্নয়নে তিন হাজার ১০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। অথচ বাংলাদেশের প্রস্তাবিত বাজেটে রাখা হয়েছে মাত্র ২০০ কোটি টাকা।
বাংলাদেশের অভ্যন্তরে ১১১টি ছিটমহলের অর্ধ লক্ষাধিক মানুষের উন্নয়নে এ বরাদ্দ অপ্রতুল উল্লেখ করে বাড়ানোর দাবি জানান তিনি।


এদিকে, শুক্রবার দুপুরের কুড়িগ্রামের ছিটমহল এলাকার মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এছাড়াও নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়।
-
খালেদার অবস্থা আগের চেয়ে ভালো
-
জামিলুর রেজা চৌধুরীর নামে বুয়েটে ভবন
-
চুয়েট, কুয়েট ও রুয়েটে সমন্বিত ভর্তির আবেদন শুরু শনিবার
-
তীব্র তাপপ্রবাহ আরও ‘কয়েকদিন’
-
মাঠ পর্যায়ে হিসাবরক্ষণ কার্যালয় খুলছে
-
ভোট না হওয়া পর্যন্ত ইউপির জনপ্রতিনিধিরা বহাল
-
কোভিড-১৯: কর কমিশনার আলী আসগরের মৃত্যু
-
রোগী বাড়ছে ডিএনসিসি হাসপাতালে
সর্বাধিক পঠিত
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- গ্রেপ্তার বন্ধের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজত নেতারা
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- মামুনুলের ৩ বিয়ে, কাবিন একটির: পুলিশ
- কোভিডে আক্রান্ত ব্যাংককর্মীর ক্ষতিপূরণ নেই, মৃত্যুতে সর্বোচ্চ ৫০ লাখ টাকা
- চ্যাম্পিয়ন্স লিগ শেষ রিয়াল, চেলসি, ম্যানসিটির?
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে