রাজধানীতে ‘যানবাহন সমন্বয়ক’ প্রতিষ্ঠান চান মুহিত
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2015 09:52 PM BdST Updated: 04 Jun 2015 09:52 PM BdST
-
হরতাল-অবরোধের মধ্যে বেশ কিছুদিন ধরে ঢাকার সড়কে এই রকম যানজট চলছে
রাজধানীতে যানবাহন সমন্বয়ক প্রতিষ্ঠান গড়ার পক্ষে মত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া এক বাজেট বক্তৃতায় ‘ব্যক্তিগত মত’ হিসাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “যানজটমুক্ত ঢাকা শহর গড়ে তুলতে মেট্রো রেলের কাজ শুরু করেছি। আশা করছি, ২০১৯ সাল নাগাদ এর কাজ শেষ করতে পারবো।
“যানজট সমস্যা সমাধানে আমাদের চলমান অন্যান্য উদ্যোগের মধ্যে রয়েছে, ৩৮ দশমিক ২ কিলো মিটার দীর্ঘ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা শহরের জাহাঙ্গীর গেইট এলাকায় ফ্লাইওভার ও আন্ডারপাস এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে কুতুবখালী পর্যন্ত ঢাকা এলিভেটেড অ্যাক্সপ্রেসওয়ে নির্মাণ।”
“এছাড়া গাজীপুর হতে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত এবং বিমানবন্দর হতে ঝিলমিল পর্যন্ত বাস রেপিড ট্রানজিট নির্মাণের রুট সমীক্ষা এবং প্রাথমিক নকশা চূড়ান্ত করা হয়েছে। দ্রুত গতিতে চলছে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণকাজ।”
তিনি বলেন, “তবে আমার ব্যক্তিগত মত হলো, রাজধানীর যানবাহন ব্যবস্থাপনার জন্য একটি স্বতন্ত্র সমন্বয়কারী প্রতিষ্ঠান প্রয়োজন আছে।”
“কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের জন্য চায়না কমিউনিকেশন কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড এর সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছি। এটি নির্মিত হলে চট্টগ্রামের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে সংযোগ বাড়ার পাশাপাশ যানজট হ্রাস পাবে।”
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, “আশা করছি, ২০১৮ সাল নাগাদ এই সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে পারবো।”
-
খালেদার অবস্থা আগের চেয়ে ভালো
-
জামিলুর রেজা চৌধুরীর নামে বুয়েটে ভবন
-
চুয়েট, কুয়েট ও রুয়েটে সমন্বিত ভর্তির আবেদন শুরু শনিবার
-
তীব্র তাপপ্রবাহ আরও ‘কয়েকদিন’
-
মাঠ পর্যায়ে হিসাবরক্ষণ কার্যালয় খুলছে
-
ভোট না হওয়া পর্যন্ত ইউপির জনপ্রতিনিধিরা বহাল
-
কোভিড-১৯: কর কমিশনার আলী আসগরের মৃত্যু
-
রোগী বাড়ছে ডিএনসিসি হাসপাতালে
সর্বাধিক পঠিত
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- গ্রেপ্তার বন্ধের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজত নেতারা
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- করোনাভাইরাস: চার দিন পর দৈনিক মৃত্যু একশর নিচে নামল
- মামুনুলের ৩ বিয়ে, কাবিন একটির: পুলিশ