চট্টগ্রামে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর লালখান বাজার পোড়া কলোনিতে যুবক খুনের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2015, 09:43 AM
Updated : 4 June 2015, 09:43 AM

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) এস এম তানভীর আরাফাত বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন- শরিফ ওরফে সুন্দরী শরিফ, রাজু, সোহাগ এবং টেম্পো শরিফ।

গত ৩০ মে নগরীর খুলশী থানার পোড়া কলোনি এলাকায় নির্মাণাধীন একটি ভবনের নিচ তলা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহতের হাত-বুক ও পিঠে জখমের চিহ্ন ছিল। উদ্ধারের দুই-তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছিল বলে পুলিশের ধারণা।

পুলিশ কর্মকর্তা তানভীর বলেন, “এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে ওই যুবককে খুন করা হয় বলে গ্রেপ্তার হওয়ারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।”

নিহতের পরনে ছিল সাদা-কালো চেকের থ্রি কোয়ার্টার প্যান্ট ও টি-শার্ট।

এদিকে ৩০ মে লাশটি উদ্ধারের পর থেকে লালখান বাজার এলাকার বাসিন্দা ফজলে রাব্বি ও মো. খোকন সরকার নামের দুই যুবকের পরিবার একে নিজেদের সন্তানের লাশ বলে দাবি করছে।

দুই পরিবারের দাবি, ২৮ মে থেকে রাব্বি ও খোকন নিখোঁজ।

এ বিষয়ে খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই পরিবারই নিহতকে নিজেদের সন্তান দাবি করেছে। তারা নিখোঁজের ঘটনায় আলাদা দুটি সাধারণ ডায়েরিও করেছে।”

এদিকে গত শনিবার ময়নাতদন্ত শেষে ফজলে রাব্বির বাবা হেলাল মন্ডল লাশটি নিয়ে বগুড়ার গ্রামের বাড়িতে দাফন করেন। তারাই আগে নিহত যুবককে তাদের সন্তান বলে দাবি করেছিলেন।

ওসি নিজাম উদ্দিন বলেন, “নিহত ব্যক্তির পরিচয় বিষয়ে ডিএনএ পরীক্ষার পরই নিশ্চিত করে বলতে পারব।”

পুলিশ কর্মকর্তা তানভীর আরাফাত বলেন, “নিহত যুবকের পরিচয় বিষয়ে কিছু তথ্য পেয়েছি। এ বিষয়ে আজ (বৃহস্পতিবার) বিকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাব।”