রাজশাহী বোর্ডে সেরা বিশে বগুড়ার ৭ স্কুল

গতবারের মতো এবারেও রাজশাহী শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে শীর্ষস্থানের রয়েছে বগুড়া।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2015, 10:31 AM
Updated : 30 May 2015, 10:31 AM

এই বোর্ডের সেরা ২০টি স্কুলের তালিকায় প্রথম ও দ্বিতীয় অবস্থানসহ ৭টিই বগুড়ার বিদ্যালয়।

শনিবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সভাকক্ষে ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সামসুল কালাম আজাদ।

রাজশাহী বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় কমেছে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।

পাশের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তদের তালিকায় এগিয়ে রয়েছে ছেলেরা।

এবার বোর্ডে পাশের হার ৯৪ দশমিক ৯৭ শতাংশ, যা গত বছরের চেয়ে ১ দশমিক ৩৭ শতাংশ কম।

জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৮৭৩ জন শিক্ষার্থী, যা গত বছরের চেয়ে ৩ হাজার ৯৪২ জন কম।

এবার পরীক্ষায় অংশ নেওয়া ২ হাজার ৫৮৮টি স্কুলের মধ্যে শতভাগ পাশ করেছে ৯৬৯টি স্কুল থেকে, যা গত বছরের চেয়ে ৮৬টি কম।

এ বোর্ডে এবার প্রথম হয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখান থেকে ৩৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩২০ জন।

বোর্ডে গতবার তৃতীয় স্থানে থাকা বগুড়া জেলা স্কুল এবার দ্বিতীয় হয়েছে। ২৪২ জন পরীক্ষার্থী এখান থেকে অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২১৯ জন পরীক্ষার্থী।

তৃতীয় স্থানে উঠে এসেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এখান থেকে ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই জিপিএ-৫ পেয়েছে।

সামসুল কালাম আজাদ জানান, এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২১৪টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় এবার এক লাখ ২৭ হাজার ৫২০ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাশ করেছে এক লাখ ২১ হাজার ১০৮ জন।

পাশের হারের দিক থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। ছাত্র পাশের হার ৯৪ দশমিক ৮৬ শতাংশ। আর ছাত্রীর পাশের হার ৯৫ দশমিক ০৯ শতাংশ।

পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে গেলেও জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে এগিয়ে রয়েছে ছেলেরা। জিপিএ-৫ প্রাপ্ত ১৫ হাজার ৮৭৩ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র রয়েছে ৮ হাজার ৬১২ জন এবং ছাত্রী ৭ হাজার ২৬১ জন।

এবার রাজশাহী বোর্ডে ৭ জন দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে। আর কারাগারে আটক তিনজন হাজতি পরীক্ষায় অংশ নিয়ে তারা তিনজনই জিপিএ-৫ পেয়ে পাশ করেছে।

বোর্ডের সেরা ২০ প্রতিষ্ঠানের অন্য স্কুলগুলো হলো- রাজশাহী কলেজিয়েট স্কুল (৪র্থ), বগুড়া গভ. গালর্স হাইস্কুল (৫ম), পাবনা ক্যাডেট কলেজ (৬ষ্ঠ), রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (৭ম), বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ (৮ম), রাজশাহী সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয় (৯ম), বগুড়ার এসওএস হারম্যান মেইনর কলেজ (১০ম), রাজশাহী সরকারি ল্যাবরেটরি হাইস্কুল (১১ম), পাবনা জেলা স্কুল (১২ম), নওগাঁ সরকারি কে ডি উচ্চ বিদ্যালয় (১৩ম), বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটোরি স্কুল অ্যান্ড কলেজ (১৪ম), বগুড়া আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (১৫তম), পাবনা গভ. গার্লস হাইস্কুল (১৬ম), সিরাজগঞ্জের মোমেনা আলী বিজ্ঞান স্কুল (১৭ম), পাবনার আলহেরা একাডেমি স্কুল (১৮ম), জয়পুরহাট আর বি গভ. হাইস্কুল (১৯ম) এবং নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল (২০ম)।