
তিন সিটিতে নির্বাচিতদের গেজেট প্রকাশ
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Apr 2015 09:44 PM BdST Updated: 03 May 2015 04:40 PM BdST
ফল ঘোষণার ৩৬ ঘণ্টার মধ্যে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
Related Files
মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৭৯ জন নির্বাচিত প্রার্থীর গেজেট হলেও ঢাকা দক্ষিণের তিন সাধারণ কাউন্সিলর বাদ পড়ছেন।
নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
“ফলাফল পেয়ে নির্বাচন কমিশনের অনুমোদনের পর রাতেই গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে। তবে ঢাকা দক্ষিণের তিনটি কেন্দ্র স্থগিত থাকায় পুনঃভোট করতে হবে।”
ইসি কর্মকর্তারা জানান, প্রকাশিত গেজেট স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে মন্ত্রণালয় শপথের ব্যবস্থা নেবে।
মেয়রদের শপথ করাবেন প্রধানমন্ত্রী। কাউন্সিলরদের শপথ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী।
ভোট জালিয়াতির অভিযোগ এনে বিএনপির বর্জনের মধ্যে গত মঙ্গলবার তিন সিটি করপোরেশনে ভোটগ্রহণের পর গণনা শেষে বুধবার ভোরে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।
এই নির্বাচন বাতিল করে পুনরায় ভোটের আয়োজন করতে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীদের দাবির মধ্যে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করল।
তবে ভোট নিয়ে সংক্ষুব্ধদের কমিশনে আবেদন না করে নির্বাচনী ট্রাইব্যুনালে যাওয়ার পরামর্শ দেন ইসি সচিব। চাইলে আদালতেও তারা যেতে পারেন।
ঢাকা উত্তরে মেয়র পদে আনিসুল হক, ৩৬ সাধারণ কাউন্সিলর ও ১২ সংরক্ষিত কাউন্সিলর; দক্ষিণে মেয়র সাঈদ খোকন, ৫৪ সাধারণ কাউন্সিলর (৮, ৩৪ ও ৫৩ নম্বর ওয়ার্ড বাদে) এবং চট্টগ্রামে মেয়র পদে আ জ ম নাছির উদ্দিন, ৪১ সাধারণ কাউন্সিলর ও ১৪ সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচিতদের গেজেট হচ্ছে।

গোলযোগের পর ঢাকা দক্ষিণের তিনটি ওয়ার্ডের তিনটি কেন্দ্র বংশালের সুরিটোলা, আশরাফ উদ্দিন বিদ্যালয় ও কমলাপুর স্কুল কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। এসব কেন্দ্রে কাউন্সিলরদের মধ্যে আবার ভোট হবে।
গেজেট প্রকাশের আগে বৃহস্পতিবার বিকালে তিন রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম, মিহির সারওয়ার মোর্শেদ ও আব্দুল বাতেনের সঙ্গে বসেন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ।
এরপর সন্ধ্যায় নির্বাচন কমিশনারদের নিয়ে বৈঠক করেন সিইসি। বাসা থেকে তিন নির্বাচন কমিশনার আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ তখন কমিশনে ফিরে এসেছিলেন।
ইসি কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তা ও আপিলে মনোনয়নপত্র বাতিলের পরও কয়েকজন কাউন্সিলর প্রার্থী আদালতের আদেশে ভোটে অংশ নেন। তাদের মধ্যে সাতজন নির্বাচিতও হয়েছে।
কমিশন নির্বাচিত এসব প্রার্থীদের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কমিশন সচিব।
ইসি কর্মকর্তারা বলেন, নির্বাচিতদের বিষয়টি বিচারাধীন থাকায় তাদের গেজেট প্রকাশের বিপক্ষে মত দেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক।
“তিনি বলেন, গেজেট হয়ে গেলেও আপিলের পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে প্রার্থিতা বাতিল হলে তাদের গেজেটও বাতিল হতে হবে। নির্বাচন কমিশনার জাবেদ আলীও একই মত দেন।”
তবে সিইসি ও অন্য দুই নির্বাচন কমিশনার গেজেট প্রকাশের পক্ষে মত দেওয়ার পরই ১৭৯ নির্বাচিত প্রার্থীর গেজেট করে বিজি প্রেসে পাঠানো হয়।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- বিএনপির আইনজীবীদের অভিযোগ অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে
- নতুন আবাস পেলেন ডিএসসিসির তেলেগু পরিচ্ছন্নতা কর্মীরা
- টেলিযোগাযোগে নতুন সচিব
- পরকীয়ার অভিযোগে গ্রেপ্তার খালেদার আইনজীবী কায়সার কারাগারে
- বিএনপির আইনজীবীদের ফ্যাসিবাদী আচরণ: অ্যাটর্নি জেনারেল
- মিরপুরে জোড়া খুনের নেপথ্যে দেহ ব্যবসা: পুলিশ
- স্বীকৃতি পেলেন ৫১ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা
সর্বাধিক পঠিত
- জাইমার ব্যারিস্টার হওয়ার খবরে উদ্বেলিত বিএনপি নেতারা
- বাংলাদেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানালেন ‘ইউনিভার্স বস’
- পরকীয়ার অভিযোগে খালেদার আইনজীবী কায়সার গ্রেপ্তার
- ‘লাফিয়ে লাফিয়ে’ কমছে সঞ্চয়পত্র বিক্রি
- সে তো রাজার হালেই আছে: খালেদাকে নিয়ে হাসিনা
- ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি, হয়ে গেলেন আওয়ামী লীগের সম্পাদক
- বাড়াবাড়ির সীমা থাকা দরকার: প্রধান বিচারপতি
- এসএ গেমস: মালদ্বীপকে ২৪৯ রানে হারাল মেয়েরা
- বুঝে গেছি, জীবনে আবেগের খাওয়া নেই: তাসকিন
- এসএ গেমস: মালদ্বীপকে উড়িয়ে শুরু সৌম্য-শান্তদের