ঢাকা দক্ষিণেও সংখ্যাধিক্য আ. লীগ সমর্থিত কাউন্সিলরদের

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৭টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের ৩৮টিতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2015, 02:44 PM
Updated : 29 April 2015, 04:59 PM

এছাড়া বিএনপির সাতজন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চারজন এবং নির্দলীয় নয়জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হয়।

বুধবার দক্ষিণের রিটার্র্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত সংরক্ষিত কাউন্সিলরদের ১৯টি পদের মধ্যে ১০টির ফল পাওয়া গেছে, যার মধ্যে সরকার সমর্থকই আটজন।

দক্ষিণে বিজয়ী আওয়ামী লীগ সমর্থিত সাধারণ ওয়ার্ড কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডে ওয়াহিদুল হাসান মিল্টন, ২ নম্বরে আনিসুর রহমান, ৫ নম্বরে আশরাফুজ্জামান ফরিদ, ৬ নম্বরে মো. সিরাজুল ইসলাম ভাট্টি, ৭ নম্বরে আ. বাসিত খান বাচ্চু, ৯ নম্বরে একেএম মমিনুল হক সাঈদ, ১০ নম্বরে মারুফ আহমেদ মনসুর, ১৩ নম্বরে মোস্তবা জামান পপি, ১৪ নম্বরে মো. সেলিম, ১৫ নম্বরে জাকির হোসেন স্বপন, ১৬ নম্বরে মো. হোসেন হায়দার হিরু, ১৭ নম্বরে সালাউদ্দিন আহমেদ ঢালী, ১৮ নম্বরে জসীম উদ্দিন আহমেদ, ১৯ নম্বরে মুন্সি কামরুজ্জামান কাজল, ২০ নম্বরে ফরিদ উদ্দিন আহমেদ রতন, ৩২ নম্বরে মো. বিল্লাল শাহ।

সরকার সমর্থক বিজয়ী অন্য কাউন্সিলররা হলেন- ২১ নম্বরে এম এ হামিদ খান, ২২ নম্বরে হাজী তারিকুল ইসলাম সজিব, ২৩ নম্বরে মো. হুমায়ূন কবির, ২৪ নম্বরে মোশাররফ হোসেন, ২৫ নম্বরে হাজি মো. দেলোয়ার হোসেন, ২৭ নম্বরে মো. ওমর বিন আজিজ, ২৯ নম্বরে জাহাঙ্গীর আলম বাবুল, ৩০ নম্বরে হাসান মাহমুদ পিল্লু, ৩৬ নম্বরে রঞ্জন বিশ্বাস, ৩৭ নম্বরে আবদুর রহমান মিয়াজী।

এছাড়া ৩৮ নম্বরে আবু আহমেদ মান্নাফী, ৩৯ নম্বরে ময়নুল হক মঞ্জু, ৪১ নম্বরে সরোয়ার হোসেন আলো, ৪৬ নম্বরে মো. শহিদুজ্জামান মিনু, ৪৭ নম্বরে মো. নাছির আহমেদ ভূঁইয়া, ৪৮ নম্বরে আবুল কালাম অনু, ৫১ নম্বরে হাজি হাবিবুর রহমান হাবু, ৫২ নম্বরে মো. নাসিম, ৫৩ নম্বরে হাজি নুর হোসেন, ৫৫ নম্বরে হাজি মো. নুরে আলম, ৫৬ নম্বরে মোহাম্মদ হোসেন এবং ৫৭ নম্বর ওয়ার্ডে হাজি মো. সাইদুল ইসলাম আওয়ামী লীগের সমর্থন নিয়ে বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে ২৬ নম্বর ওয়ার্ডে হাসিবুর রহমান মানিক, ৩৫ নম্বরে হাজি মো. আবু সাঈদ, ৫৪ নম্বরে মো. মাসুদকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বিএনপির সমর্থিত বিজয়ী কাউন্সিলররা হলেন- ৪ নম্বরে গোলাম হোসেন, ৮ নম্বরে ইসমাইল হোসেন, ২৮ নম্বরে আনোয়ার পারভেজ বাদল, ৪০ নম্বরে মকবুল ইসলাম খান টিপু, ৪৪ নম্বরে আবদুস শাহেদ মন্টু এবং ৪৫ নম্বর ওয়ার্ডে আবদুল কাদির।

বিএনপির বিদ্রোহী প্রার্থী বাদল সরকার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই সিটিতে বিজয়ী নির্‌দলীয় কাউন্সিলররা হলেন- ৩ নম্বর ওয়ার্ডে মো. মাকসুদ হোসেন, ১২ নম্বরে হামিদুল হক, ৩১ নম্বরে রফিকুল ইসলাম রাসেল, ৩৩ নম্বরে মো. আওয়াল হোসেন, ৩৪ নম্বরে মীর সমীর, ৪২ নম্বরে মোহাম্মদ সেলিম, ৪৩ নম্বরে মো. আরিফ হোসেন এবং ৫০ নম্বরে দেলোয়ার হোসেন খান।

সংরক্ষিত ১৯টি নারী কাউন্সিল পদের মধ্যে ঘোষিত ১০টির ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত বিজয়ীরা হলেন- সংরক্ষিত-১  (২, ৩, ৪ নম্বর ওয়ার্ড) ফাতেমা আক্তার ডলি, সংরক্ষিত-৩ (৮, ৯, ১০) মিনু রহমান, সংরক্ষিত-৬ (১৬, ১৭, ২১) নার্গিস মাহতাব, সংরক্ষিত-১০  (২৭, ২৮, ৩০) আসমা আক্তার রুনা, সংরক্ষিত-১৩ (৩৪, ৩৮, ৪১) রাশিদা পারভীন মনি, সংরক্ষিত-১৪ (৩৯, ৪০, ৪১) লাভলী চৌধুরী, সংরক্ষিত-১৬ (৪২, ৪৩, ৪৪) নাসিমা আহমেদ এবং সংরক্ষিত-১৭ (৪৫, ৪৬, ৪৭) হেলেন আক্তার।

বিএনপির সমর্থক বিজয়ীরা হলেন- সংরক্ষিত-১২ (৩৫, ৩৬, ৩৭) সুরাইয়া বেগম এবং সংরক্ষিত-১৫ (৪৮, ৫০, ৫১) রাশেদা আক্তার রানী।