‘আক্রান্ত’ কেন্দ্রে পুনঃভোটের পরামর্শ জয়ের
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2015 10:05 PM BdST Updated: 28 Apr 2015 10:49 PM BdST
-
এই গোলযোগ ঢাকা উত্তরের ভোট কেন্দ্র কবি নজরুল কলেজে
-
সজীব ওয়াজেদ জয় (ফাইল ছবি)
তিন সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোট কেন্দ্রের তুলনায় কম স্থানেই গোলযোগ হয়েছে দাবি করে সেসব কেন্দ্রে তদন্ত সাপেক্ষে পুনঃভোট চেয়েছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।
Related Stories
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটগ্রহণ শেষের পর মঙ্গলবার রাতে নিজের ফেইসবুক পাতায় এই মত জানিয়েছেন তিনি।
তিনি সিটি করপোরেশনের ২৭০১টি কেন্দ্রের মধ্যে অনিয়ম ও গোলযোগের কারণে তিনটি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে। এর বাইরে আরও অন্তত ২০টি কেন্দ্রে অনিয়মের খবর পাওয়া গেছে।
জয় লিখেছেন, “কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আজ বেশ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা এবং চট্টগ্রামে মোট ২৭০০ ভোট কেন্দ্রের মাঝে মাত্র দুটি স্থানে অনিয়মের খবর পাওয়া গেছে। গণমাধ্যমে আরও কিছু খবর আসছে, তবে তা মোট ২৭০০ কেন্দ্রের তুলনায় নগণ্য।

“শতাংশের হিসেবে ২০১৩ তে হওয়া ৫ সিটি করপোরেশন নির্বাচনে যেখানে বিএনপি ৫টি জয় লাভ করেছিল, সেই নির্বাচনে আক্রান্ত কেন্দ্রের সংখ্যার তুলনায় এটি বেশ কম। নির্বাচন কমিশনের দায়িত্ব তদন্ত সাপেক্ষে দরকার হলে আক্রান্ত ভোটকেন্দ্রসমূহে পুনঃভোট করা।”
ভোটগ্রহণের মাঝপর্যায়ে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।
জয় বলছেন, বিএনপি সমর্থিত প্রার্থীরা হেরে যাবে জেনেই ভোট বর্জন করেছেন।
“ভোট শুরুর আগে থেকেই আমরা খবর পাচ্ছিলাম যে বিএনপি নির্বাচন বর্জন করবে। সত্যিকারের কারণটি হচ্ছে, তারা জানত যে তারা হেরে যাবে। আমাদের এবং অন্যান্য গ্রহণযোগ্য জরিপে দেখা গেছে তিনটির মাঝে কমপক্ষে দুটি এমনকি হয়ত তিনটিই আমরা জিততে যাচ্ছি।”
-
তেজগাঁওয়ে গাড়ি সার্ভিসিং সেন্টারে আগুনে দগ্ধ ৭
-
দুয়েকটি ‘নগণ্য’ ঘটনা ছাড়া সুষ্ঠু ও সুন্দর ভোট: ইসি সচিব
-
এ নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না: মাহবুব তালুকদার
-
ঢাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে, দাবি এলজিআরডি মন্ত্রীর
-
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে আইসিটি বিভাগের ১২ উদ্যোগ
-
রাজধানীতে ৬ চাঁদাবাজ গ্রেপ্তার
-
দ্বিতীয় ধাপের লড়াই দেখতে প্রস্তুত ৬০ পৌরসভা
-
ঐতিহ্য বজায় রেখে টিএসসি সংস্কারের পরামর্শ
সর্বাধিক পঠিত
- অভিষেকে অনুজ্জ্বল টেন্ডুলকারের ছেলে
- উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে হাসান-শরিফুল-মেহেদি
- ‘মুরগির কলিজা দিয়ে ক্রিকেট হয় না’, মিসবাহর দল নিয়ে আফ্রিদি
- ভোটে জিতে কাদের মির্জা বললেন, কথা বলে যাব
- কোভিড-১৯: দেশে শনাক্ত রোগী কমল, মৃত্যু বাড়ল
- তামিম-সাকিবের ব্যাটে রান
- হোয়াটসঅ্যাপ বিমুখদের ভিড়ে বসে গেল সিগনাল
- প্রস্তুত হচ্ছে উইন্ডিজ, উল্টো রথে বাংলাদেশ
- এখন কেউ ‘খেলতে’ এলেই ধরা পড়বে: বিএসইসি চেয়ারম্যান
- নদীর সীমানা খুঁটি ফের বিতর্কে