
খেলার মধ্যে ‘ফাউল’ হয়ই: আনিসুল
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2015 09:49 PM BdST Updated: 28 Apr 2015 09:49 PM BdST
ভোট নিয়ে বিএনপির অভিযোগের প্রতিক্রিয়ায় ঢাকা উত্তরে ক্ষমতাসীন দল সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হকের মন্তব্য, ধরার মতো কোনো ত্রুটি এই নির্বাচনে হয়নি।
“খেলার মধ্যে তো ফাউল হয়ই। দেখতে হবে সেটা মাইনর না মেজর,” মঙ্গলবার ভোট গ্রহণ শেষের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন তিনি।
বিকালে ভোট শেষে বনানী স্টার কাবাবের পঞ্চম তলায় সংবাদ সম্মেলনে আসেন এই ভোটের মধ্য দিয়ে রাজনীতিতে পা রাখা এই ব্যবসায়ী, সঙ্গে স্ত্রী রুবানা হকও ছিলেন।
ঢাকা উত্তরে নির্বাচনে যে গোলযোগ হয়েছে, তা কাউন্সিল প্রার্থীদের মধ্যেই বলে তথ্য পেয়েছেন এই মেয়র প্রার্থী।
“কিছু খুঁটিনাটি ভুলত্রুটি হয়েছে। এটা কিন্তু হয়েছে কাউন্সিলরদের মধ্যে।”
আনিসুলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল জালিয়াতির অভিযোগ তুলে ভোট গ্রহণের মাঝ পর্যায়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ‘ব্যক্তিগত’ মত তুলে ধরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল বলেন, “কে উঠে যাবেন, কে বয়কট করবেন, তার দায়িত্ব তো আমি নিতে পারব না।”

“আমি শুনেছি এবং পরে টিভিতে দেখেছি, তিনি (তাবিথ) ৯টার সময় বলেছেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। আর অনেক কিছুই তো আমার হাতে নেই।”
ভোট গণনা চলার মধ্যে এই সংবাদ সম্মেলনে আনিসুল বলেন, ফল যাই হোক, তা মেনে নেবেন তিনি।
“যদি পরাজিত হই, সবার আগে বিজয়ী প্রার্থীকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানাব।”
জয়ী হলে নগরবাসীর কাছে করা অঙ্গীকারগুলো পূরণে আপ্রাণ চেষ্টা করবেন বলেও জানান এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- ডাকসুতে ছাত্রলীগের প্যানেলেও ‘নেতৃত্বে’ শোভন-রাব্বানী
- তবুও কেমিকেলের গুদাম সরাতে নারাজ তারা
- চুড়িহাট্টা ট্র্যাজেডি: আইইবি’র ৬ সদস্যের অনুসন্ধান কমিটি
- চুড়িহাট্টা অগ্নিকাণ্ড: স্বজনদের খোঁজ চলছে এখনও
- বঙ্গবন্ধুকে নিয়ে দুটি স্মারক ডাকটিকেট প্রকাশ
- দাবি আদায় না হলেও নির্বাচনে ‘যেতে প্রস্তুত’ ছাত্রদল
- সরকার এবার ‘আঁটঘাট’ বেঁধে নেমেছে: কাদের
সর্বাধিক পঠিত
- প্রস্তুতি ম্যাচে রান পেলেন বাংলাদেশের সবাই
- এসএসসি পরীক্ষা দিচ্ছেন ডিমলা থানার ওসি
- জাজাই ঝড়ে রেকর্ড বইয়ে উলট-পালট
- তবুও কেমিকেলের গুদাম সরাতে নারাজ তারা
- চুড়িহাট্টা ট্র্যাজেডি: দিলীপ দুষলেন আমুকে
- হেটমায়ারের সেঞ্চুরির পর কটরেলের ৫ উইকেট
- মেসির জাদুকরী হ্যাটট্রিকে বার্সার অসাধারণ জয়
- ‘মাশরাফিই এখন প্রাসঙ্গিক’
- প্রস্তুতির পারফরম্যান্স টেস্টেও দেখানোর আশায় সাদমান
- ভোট নিয়ে ‘গণশুনানিতে’ দলের ভুলের শুনানি চাইলেন বিএনপি নেতা