দক্ষিণে সাঈদ খোকন বিজয়ী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2015, 01:47 PM
Updated : 29 April 2015, 00:22 AM

মঙ্গলবার দিনভর ভোটগ্রহণের পর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে স্থাপিত নিয়ন্ত্রণকেন্দ্রে ভোট গণনা শেষে বুধবার ভোর সোয়া ৫টায় চূড়ান্ত ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ।

মোট ৮৮৯টি কেন্দ্রের মধ্যে স্থগিত হওয়া তিন কেন্দ্র বাদ দিয়ে ঘোষিত ফলাফলে ইলিশ মাছ প্রতীক নিয়ে সাঈদ খোকন পেয়েছেন ৫৩৫২৯৬ ভোট।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী নির্বাচন বর্জন করা বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস মগ প্রতীকে পেয়েছেন ২৯৪২৯১ ভোট।

বিজয়ী প্রার্থী ও পরাজিত প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২,৪১,০০৫। স্থগিত তিন কেন্দ্রের ভোটসংখ্যা ৬,৩২৬।

গোলযোগের কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনটি ভোটকেন্দ্র স্থগিত রেখে ৮৮৬টি ফল ঘোষণা করা হয়।

মঙ্গলবার ঢাকা উত্তর এবং চট্টগ্রামের পাশাপাশি একযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হয়। ঢাকা দক্ষিণে ভোটার সংখ্যা প্রায় ১৯ লাখ।

বিভক্তির পর এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র পদে মোট ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্য প্রার্থীদের মধ্যে ফ্লাস্ক প্রতীকে আব্দুর রহমান ১৪,৭৮৪ ভোট, সোফা প্রতীকে জাতীয় পার্টির সাইফুদ্দিন মিলন ৪৫১৯ ভোট, চরকা প্রতীকে আবু নাছের মোহাম্মদ মাসুদ হোসাইন ২,১৯৭ ভোট, টেবিল ঘড়ি প্রতীকে রেজাউল করিম চৌধুরী ২,১৭৩ ভোট, জাহাজ প্রতীকে শাহীন খান ২,০৭৪ ভোট, আংটি প্রতীকে গোলাম মওলা রনি ১,৮৮৭ ভোট, বাস প্রতীকে শহীদুল ইসলাম ১,২৩৯ ভোট ও টেবিল প্রতীকে সিপিবি-বাসদের বজলুর রশীদ ফিরোজ ১,০২৯ ভোট পেয়েছেন।

ল্যাপটপ প্রতীকে জাহিদুর রহমান ৯৮৮ ভোট, কমলা লেবু প্রতীকে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন ৯২৮ ভোট, ক্রিকেট ব্যাট প্রতীকে এ এস এম আকরাম ৬৮২ ভোট, হাতি প্রতীকে দিলীপ ভদ্র ৬৬৯ ভোট, কেক প্রতীকে আব্দুল খালেক ৫৫০ ভোট, ময়ূর প্রতীকে শফিউল্লাহ চৌধুরী ৫১২ ভোট, চিতা বাঘ প্রতীকে মশিউর রহমান ৫০৮, লাউ প্রতীকে মো. আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ ৩৬২ ভোট, ঈগল প্রতীকে আয়ুব হোসেন ৩৫৪ ভোট এবং শার্ট প্রতীকে বাহরানে সুলতান বাহার ৩১৩ ভোট পেয়েছেন।

এছাড়া ঢাকা দক্ষিণে ৫৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯১ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৯৭ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঢাকা দক্ষিণের ঘোষিত মোট ৮৮৬টি ভোটকেন্দ্রে ৪৮ দশমিক ৫৭ শতাংশ ভোট পড়েছে।  প্রদত্ত ৯,০৫,৪৮৪টি ভোটের মধ্যে বাতিল হয়েছে ৪০,১৩০টি; বৈধ হয়েছে ৮,৬৫,৩৫৪টি।

এছাড়া ঢাকা দক্ষিণে ৫৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯১ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৯৭ প্রার্থী ভোটের লড়াইয়ে নামেন।