
হাজারীবাগে ভোট কেন্দ্রে সংঘর্ষ
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2015 04:14 PM BdST Updated: 28 Apr 2015 04:14 PM BdST
-
সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণের লক্ষ্মীবাজারে একটি কেন্দ্রে সংঘর্ষে জড়ান কাউন্সিলর প্রার্থী দুই আওয়ামী লীগ নেতার সমর্থকরা।
সিটি করপোরেশনের ভোট চলাকালে ঢাকা দক্ষিণের হাজারীবাগের একটি কেন্দ্রের বাইরে কাউন্সিলর প্রার্থী দুই আওয়ামী লীগ নেতার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার ভোটগ্রহণের সময় বেলা ১টার দিকে দক্ষিণের ১৪ নম্বর ওয়ার্ডে হাজারীবাগের ‘জরিনা শিকদার স্কুল’ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. সেলিম ও বিদ্রোহী প্রার্থী ইলিয়াস রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
হাজারীবাগের ওসি মঈনুল ইসলাম বিষয়টি স্বীকার করে বলেন, “আমরা কাঁদুনে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।”
এদিকে ওই কেন্দ্রের অনেক ভোটার ভোট দিতে গিয়ে ব্যালট পেপার পাননি বলে অভিযোগ করেছেন।
বেলাল নামে এক ভোটার বলেন, তার স্ত্রী ওই কেন্দ্রে ভোট দিতে গেলে বলা হয়, ‘ব্যালট পেপার শেষ’।
পরে এ বিষয়ে একজনকে ম্যাজিস্ট্রেটকে বলেও কোনো ফল পাননি বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- ঢাকায় নদীতীরে শতাধিক অননুমোদিত উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান
- জঙ্গিদের ৯০ শতাংশের বেশি আহলে হাদিস: ডিএমপি কমিশনার
- ঢাকা থেকে বাস যাবে দার্জিলিং-সিকিম
- প্রেস কাউন্সিল চেয়ারম্যানের চুক্তির মেয়াদ বাড়লো
- ঋণ জালিয়াতি: এস কে সিনহার বিরুদ্ধে অভিযোগপত্র
- ঢাকার তেজগাঁওয়ে ডাস্টবিনে নবজাতকের লাশ
- মহাখালী টার্মিনাল সরাতে বাস মালিকদের জায়গা দেখতে বললেন মেয়র
সর্বাধিক পঠিত
- বিপিএল অধিনায়কদের অবাক ফটোসেশন
- বিপিএলে টিকেটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা
- হাকিমপুরী জর্দা বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ
- ডাকসু ভিপি নুরের বিরুদ্ধে মানহানির মামলা
- বোপারা-রাসেলদের দলে পেয়ে রোমাঞ্চিত রাজশাহী কোচ
- মাহমুদউল্লাহর ভাবনায় স্কিল হিটিং
- একাডেমি মাঠে চোট-শঙ্কা, বিস্মিত রংপুর কোচ
- ইন্টারের বিপক্ষে নেই মেসি
- মানবাধিকার সংগঠনগুলোর ‘বয়কট মিয়ানমার ক্যাম্পেইন’ শুরু
- ১৯ সোনায় নতুন চূড়ায় বাংলাদেশ