হাজারীবাগে ভোট কেন্দ্রে সংঘর্ষ

সিটি করপোরেশনের ভোট চলাকালে ঢাকা দক্ষিণের হাজারীবাগের একটি কেন্দ্রের বাইরে কাউন্সিলর প্রার্থী দুই আওয়ামী লীগ নেতার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2015, 10:14 AM
Updated : 28 April 2015, 10:14 AM

মঙ্গলবার ভোটগ্রহণের সময় বেলা ১টার দিকে দক্ষিণের ১৪ নম্বর ওয়ার্ডে হাজারীবাগের ‘জরিনা শিকদার স্কুল’ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. সেলিম ও বিদ্রোহী প্রার্থী ইলিয়াস রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

হাজারীবাগের ওসি মঈনুল ইসলাম বিষয়টি স্বীকার করে বলেন, “আমরা কাঁদুনে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।”

এদিকে ওই কেন্দ্রের অনেক ভোটার ভোট দিতে গিয়ে ব্যালট পেপার পাননি বলে অভিযোগ করেছেন।

বেলাল নামে এক ভোটার বলেন, তার স্ত্রী ওই কেন্দ্রে ভোট দিতে গেলে বলা হয়, ‘ব্যালট পেপার শেষ’।

পরে এ বিষয়ে একজনকে ম্যাজিস্ট্রেটকে বলেও কোনো ফল পাননি বলে অভিযোগ করেন তিনি।