কাফরুলেও সরকার সমর্থকদের সংঘর্ষ
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2015 03:12 PM BdST Updated: 28 Apr 2015 05:58 PM BdST
ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাফরুলে একটি কেন্দ্রে কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ এনে সংঘর্ষে জড়িয়েছেন আওয়ামী লীগ সমর্থিত এক কাউন্সিলর প্রার্থী ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনার পর প্রায় দেড়ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াজুল বাশার ঘটনাস্থল থেকে জানান, উত্তরের ১৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মাহমুদা বেগমের সমর্থকরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়া মাসুদুর রহমানের এজেন্টেদের মারধর করে বের করে দিলে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে।
এ সময় দুই পক্ষের সমর্থকরা ভাঙচুর চালালে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মাজহারুল ইসলাম ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য আহত হন।
মাজহারুল ইসলাম বলেন, একদল লোক হঠাৎ হামলা চালায়। এ বিষয়ে আর কিছু বলতে তিনি অস্বীকৃতি জানান।
কেন্দ্রে ঢুকে কয়েকটি ব্যালট বাক্স ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন রিয়াজুল বাশার।
মাসুদুর রহমানের পোলিং এজেন্ট রুমানা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাহমুদা বেগমের নেতৃত্বে লোকজন এসে আমাদের বের করে দেয়; কয়েকজনকে মারধর করে।”
‘পুলিশের সহায়তায়’ মাহমুদা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন মাসুদর রহমান।
তবে কেন্দ্রের সামনে উপস্থিত কোনো পুলিশ সদস্য এ ব্যাপারে কথা বলেননি। মাহমুদা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
-
বিশেষ ফ্লাইটে গন্তব্যের পথে প্রবাসীরা
-
মামুনুল গ্রেপ্তার
-
ডিএনসিসির হাসপাতাল হবে সবচেয়ে বড়, চালু রোববার
-
ইফতারের জন্য ‘এক ঘণ্টার ছুটি’ চেয়েছিলেন বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকরা
-
হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে কোভিড রোগীর আত্মহত্যা
-
দেশের চলচ্চিত্রে কবরী উজ্জ্বল নক্ষত্র: প্রধানমন্ত্রী
-
দরজা ভেঙে তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার
-
লকডাউনের ‘কড়াকড়িতে’ কমেছে পরীক্ষা
সর্বাধিক পঠিত
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- মামুনুল গ্রেপ্তার
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসীম
- দ্রুত মারা যাচ্ছেন কোভিড আক্রান্তরা: আইইডিসিআর
- কী ঘটেছে বাঁশখালীতে?
- ইলিয়াসকে ‘গুমের পেছনে বিএনপির কেউ’, ইঙ্গিত মির্জা আব্বাসের
- ম্যানসিটির ‘কোয়াড্রপল’ স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে চেলসি
- হেফাজত নেতা জুনায়েদ ও জালাল গ্রেপ্তার