কাফরুলেও সরকার সমর্থকদের সংঘর্ষ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাফরুলে একটি কেন্দ্রে কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ এনে সংঘর্ষে জড়িয়েছেন আওয়ামী লীগ সমর্থিত এক কাউন্সিলর প্রার্থী ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2015, 09:12 AM
Updated : 28 April 2015, 11:58 AM

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনার পর প্রায় দেড়ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াজুল বাশার ঘটনাস্থল থেকে জানান, উত্তরের ১৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মাহমুদা বেগমের সমর্থকরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়া মাসুদুর রহমানের এজেন্টেদের মারধর করে বের করে দিলে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে।

এ সময় দুই পক্ষের সমর্থকরা ভাঙচুর চালালে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মাজহারুল ইসলাম ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য আহত হন।

মাজহারুল ইসলাম বলেন, একদল লোক হঠাৎ হামলা চালায়। এ বিষয়ে আর কিছু বলতে তিনি অস্বীকৃতি জানান।

কেন্দ্রে ঢুকে কয়েকটি ব্যালট বাক্স ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন রিয়াজুল বাশার।

মাসুদুর রহমানের পোলিং এজেন্ট রুমানা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাহমুদা বেগমের নেতৃত্বে লোকজন এসে আমাদের বের করে দেয়; কয়েকজনকে মারধর করে।”

‘পুলিশের সহায়তায়’ মাহমুদা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন মাসুদর রহমান।

তবে কেন্দ্রের সামনে উপস্থিত কোনো পুলিশ সদস্য এ ব্যাপারে কথা বলেননি। মাহমুদা বেগমের  সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।