ভূমিকম্পে সচিবালয়ে আতঙ্ক

ভূমিকম্পের সময় রাজধানীর অন্যান্য এলাকার মতো প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় থেকেও কয়েক মন্ত্রীর সঙ্গে কর্মকর্তা-কর্মচারীরাও আতঙ্কে হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2015, 09:29 AM
Updated : 26 April 2015, 11:01 AM

ভূমিকম্পের পরপরই সচিবালয়ের সবগুলো ভবনের কর্মচারী-কর্মকর্তাদের সিঁড়ি দিয়ে গাদাগাদি করে নিচে নামতে দেখা যায়।

বড় ধরনের ভূমিকম্পে বহু মানুষ হতাহতের পরদিন পরাঘাতে কেঁপে উঠে নেপাল, ভারত ও বাংলাদেশ।

রোববার বাংলাদেশ সময় বেলা ১টা ৯ মিনিটে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের কোদারি থেকে ১৭ কিলোমিটার দূরে। বাংলাদেশের প্রায় সব জেলা থেকেই ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবনগুলোতে। যে যার মত নিচে নামতে ছুটাছুটি শুরু করেন।

সচিবালয়ের সবচেয়ে বড় ভবনের (৬ নম্বর-২০ তলা) কর্মকর্তা-কর্মচারীরা সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়েন।

আতঙ্কে নেমে পড়েন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই মন্ত্রী ও তার একান্ত সচিবের সঙ্গে তিনিও নিচে নামেন।

“২০ তলা ভবনের ৭ তলা থেকে সিঁড়ি দিয়ে যখন নিচে নামছিলাম তখন সিঁড়িতে বেশ ভিড় ছিল। হুড়োহুড়ি করে সবাই নামছিল। ভিড়টা আর একটু বেশি হলে অনেকে পায়ের নিচে পড়ত।”

বিভিন্ন ভবন থেকে নিচে নেমে আসা কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ৩০ মিনিট খোলা জায়গায় অপেক্ষা করে দপ্তরে ফিরতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, উৎপত্তিস্থলে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক৭। ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ৮১ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে দেশের কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 

আগের দিন নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ, ভারতও।

ভূমিকম্পে শুধু নেপালেই দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি।

বাংলাদেশেও মাটির দেয়ালে চাপা পড়ে, আতঙ্কে হুড়োহুড়িতে এবং ভূমিকম্পের সময় নৌকাডুবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিন ভূমিকম্প অনুভূত হলে সচিবালয়ের মতো ঢাকার বিভিন্ন এলাকায় অফিস ও বাসাবাড়ি থেকে লোকজনকে বেরিয়ে বেশ কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।