‘শিশু মৃত্যুর হার কমাতে বুকের দুধের বিকল্প নেই’
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2015 10:32 PM BdST Updated: 13 Apr 2015 12:28 AM BdST
শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে শিশুদের মায়ের বুকের দুধ পান করানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।
রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন আয়োজিত “মা ও শিশুর খাবার ও পুষ্টি” শীর্ষক এক সেমিনারে এ অভিমত দেন তারা।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার বলেন, শিশু মৃত্যুহার কমিয়ে আনতে হলে ছয় মাস বয়সী প্রত্যেক শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে।
পার্শ্ববর্তী দেশ শ্রীলংকার উদাহরণ দিয়ে তিনি বলেন, “শ্রীলংকার তুলনায় আমাদের দেশে শিশু মৃত্যহার অনেক বেশি।”
সরকারের নিরলস প্রচেষ্টা ও বিভিন্ন সহযোগী সংস্থার সহযোগিতায় মাতৃমৃত্যু হার ৬১ ভাগে নেমেছে বলে তার দাবি।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সরফরাজ খান বলেন, নানা উদ্যোগের মধ্য দিয়ে চট্টগ্রামে শিশু ও মাতৃমৃত্যু হার অনেক কমে এসেছে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার বলেন, পরিবার-পরিকল্পনা নিয়ে কাজ করায় যেমন অনেক সফলতা এসছে, এক্ষেত্রেও সফলতা আসবে একদিন।
এ বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরামর্শও দেন তিনি।
-
দুবছর পর ঢাকা থেকে কলকাতার পথে মৈত্রী এক্সপ্রেস
-
রাজনৈতিক শক্তি, আমলাতন্ত্র পুলিশের পরিবর্তন চাইবে না: শহীদুল
-
স্ত্রীর পাশে শায়িত হলেন গাফ্ফার চৌধুরী
-
গাফফার চৌধুরীকে সাংবাদিকদের শ্রদ্ধা
-
বাহরাইনে ছবির গল্পে-কথায় এক টুকরো বাংলাদেশ
-
প্রচার শুরু: মাঠ পর্যায়ে যাচ্ছেন সিইসি ও কমিশনাররা
-
শহীদ মিনারে শনিবার দুপুরে গাফফার চৌধুরীকে শ্রদ্ধা
-
শান্তি মিশনে নিহত ২ বাংলাদেশির জন্য ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’