‘শিশু মৃত্যুর হার কমাতে বুকের দুধের বিকল্প নেই’

শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে শিশুদের মায়ের বুকের দুধ পান করানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2015, 04:32 PM
Updated : 12 April 2015, 06:28 PM

রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন আয়োজিত “মা ও শিশুর খাবার ও পুষ্টি” শীর্ষক এক সেমিনারে এ অভিমত দেন তারা।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার বলেন, শিশু মৃত্যুহার কমিয়ে আনতে হলে ছয় মাস বয়সী প্রত্যেক শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে।

পার্শ্ববর্তী দেশ শ্রীলংকার উদাহরণ দিয়ে তিনি বলেন, “শ্রীলংকার তুলনায় আমাদের দেশে শিশু মৃত্যহার অনেক বেশি।”

সরকারের নিরলস প্রচেষ্টা ও বিভিন্ন সহযোগী সংস্থার সহযোগিতায় মাতৃমৃত্যু হার ৬১ ভাগে নেমেছে বলে তার দাবি।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সরফরাজ খান বলেন, নানা উদ্যোগের মধ্য দিয়ে চট্টগ্রামে শিশু ও মাতৃমৃত্যু হার অনেক কমে এসেছে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার বলেন, পরিবার-পরিকল্পনা নিয়ে কাজ করায় যেমন অনেক সফলতা এসছে, এক্ষেত্রেও সফলতা আসবে একদিন।

এ বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরামর্শও দেন তিনি।