পেট্রোল বোমায় ঝরল আরেক প্রাণ

মাগুরায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হওয়ার চার দিনের মাথায় মারা গেলেন ইয়াদুল, ট্রাকে শ্রমিক হিসেবে কাজ করে সংসারের খরচ যোগাতেন যে তরুণ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2015, 04:39 AM
Updated : 25 March 2015, 07:46 AM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয় বলে বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শংকর পাল জানিয়েছেন।

গত শনিবার রাতে মাগুরা সদর উপজেলায় অবরোধ সমর্থকরা ট্রাকে পেট্রোল ছুড়লে অন্য আট সহকর্মীর সঙ্গে দগ্ধ হয়েছিলেন তিনি। তার  শরীরের ৮৮ শতাংশ পুড়ে যায় বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।

ওই ঘটনায় দগ্ধ তিন জন এর আগে মারা গেছেন।

মাগুরার মঘীর ঢাল এলাকায় হামলার পর দগ্ধ নয় শ্রমিককে রাতেই ঢাকা মেডিকেলে আনা হলে তাদের মধ্যে রওশন আলী বিশ্বাসকে (৩৫) মৃত অবস্থায় পাওয়া যায় বলে চিকিৎসক পার্থ জানান।

পরদিন ঢাকা মেডিকেলে মারা যান মতিন বিশ্বাস ও শাকিল আহমেদ নামের দুজন।

তাদের দুজনের শরীরের ৫০ শতাংশের বেশি দগ্ধ হয়েছিল।

এ ঘটনায় দগ্ধ আরো দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক পার্থ শংকর পাল জানিয়েছেন।

বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে মাগুরার শালিখার আড়পাড়া এলাকায় বালু নামিয়ে শ্রমিকরা ট্রাকে করে বাড়ি ফেরার পথে রাত সোয়া ৮টার দিকে মঘীর ঢাল এলাকায় ওই হামলার শিকার হন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি অবরোধের ডাক দেওয়ার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে।

নাশকতার এসব ঘটনায় অন্তত ১২৯ জন প্রাণ হারিয়েছেন, যাদের অর্ধেকের বেশি আগুনে পুড়ে মারা গেছেন।