মাগুরায় ট্রাকে পেট্রোল বোমায় মারাত্মক দগ্ধ ৯

বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে মাগুরায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় নয় শ্রমিক দগ্ধ হয়েছেন।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2015, 03:22 PM
Updated : 21 March 2015, 03:22 PM

শনিবার রাতে সদর উপজেলার মঘীর ঢাল এলাকার এ ঘটনায় দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এরা হলেন-আরব আলী, ইমরান, ফারুক, নাজমুল, নওশের,রওশন, মতিন ও ইয়াদুল। আরেকজনের নাম জানা যায়নি। তাদের বাড়ি সদর উপজেলার মালিক গ্রামে।

দগ্ধ মতিনের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, মাগুরার শালিখার আড়পাড়া এলাকায় বালু নামিয়ে শ্রমিকরা ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। রাত সোয়া ৮ টার দিকে মঘির ঢাল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মেরে পালিয়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেবাশীষ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “মাগুরা সদর হাসপাতালে যেহেতু বার্ন ইউনিট নেই, তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

“দগ্ধদের ৬২ থেকে ৮২ শতাংশ পুড়ে গেছে। তারা কেউ আশঙ্কামুক্ত নন।”