অভিজিৎ হত্যা: ‘চিৎকার শুনে পুলিশ গিয়েছিল’

অভিজিৎ ও বন্যার উপর হামলার সময় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করেছেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2015, 02:54 PM
Updated : 20 March 2015, 02:54 PM

শুক্রবার যশোরে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ এগিয়ে আসেনি বলে পত্রপত্রিকা ও সুশীল সমাজ দাবি কররেও তা ঠিক নয়।

পুলিশ অভিজিৎ ও তার স্ত্রীর চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়েছিল, কিন্তু তার আগেই হত্যাকারীরা জনগণের মাঝে মিশে যায় বলে দাবি করেন আইজিপি।

চলমান আন্দোলনের নামে নাশকতার সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তারপরও যে দুয়েকটি ঘটনা ঘটছে তা প্রতিরোধ করতে জনগণকে পুলিশের সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

শহীদুল হক দুপুরে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া হাইওয়ে থানার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

এ ভবন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের মাদারীপুর অঞ্চলের সুপারিনটেনডেন্ট সাজিদ হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান, খুলনা মহানগর পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি ও পুলিশের হাইওয়ে রেঞ্জের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম।

সেখান থেকে যশোর ঈদগাহ মাঠে কমিউনিটি পুলিশের মহাসমাবেশে যোগ দেন তিনি।

যশোরের পুলিশ সুপার আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খুলনা বিভাগের ডিআইজি মনিরুজ্জামান, যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীর প্রমুখ।