একুশে টিভির সাবেক সাংবাদিক কনক সারোয়ার গ্রেপ্তার

একুশে টেলিভিশন থেকে সদ্য চাকরি হারানো কনক সরোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 05:27 PM
Updated : 3 March 2015, 05:27 PM

মহানগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ শাখার উপ কমিশনার মো. মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার দুপুর ২টার দিকে কনক সরোয়ারকে শাহবাগ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি একুশে টেলিভিশনের ‘জনতার কথা’ অনুষ্ঠানের  সঞ্চালক ছিলেন।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাকে একুশে টেলিভিশন থেকে বরখাস্ত করা হয় বলে প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

মাসুদুর রহমান বলেন, গত ৮ জানুয়ারি একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে তেঁজগাও থানায় রাষ্ট্রদ্রোহিতাসহ কয়েকটি অভিযোগে মামলা হয়। 

ওই মামলায় আদালতে উপস্থিত হয়ে একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে কনক সরোয়ারের নাম উঠে আসে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশ কনক সারোয়ারকে গ্রেপ্তার করেছে বলে জানান উপ কমিশনার মো. মাসুদুর রহমান।