ময়মনসিংহ বিভাগ গঠনে কমিটি

মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে ময়মনসিংহ প্রশাসনিক বিভাগ গঠনের জন্য সুপারিশ দিতে একটি কমিটি গঠন করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 01:24 PM
Updated : 3 March 2015, 01:24 PM

বিষয়টি সামগ্রিকভাবে পরীক্ষা ও পর্যালোচনা করে কমিটিকে ২ মাসের মধ্যে সুপারিশ পেশ করতে বলা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের নিকার শাখা থেকে কমিটি গঠন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। 

মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে (সমন্বয় ও সংস্কার) সভাপতি করে গঠিত এ কমিটিতে আরো আটজন সদস্য রয়েছেন।

সদস্য হিসেবে থাকবেন- প্রধানমন্ত্রীর কার্যালয় (মহাপরিচালক পর্যায়), জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি।

এছাড়া অর্থ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব পর্যায় (জেলা ও মাঠ প্রশাসন) এবং উপসচিব পর্যায় (জেলা ও মাঠ প্রশাসন) থেকে একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন।

কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে বলে আদেশে বলা রয়েছে।

কমিটির কার্যপরিধি উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, এই কমিটি  ময়মনসিংহ বিভাগ গঠনের যৌক্তিকতা সম্পর্কে মতামত দেবে। নতুন বিভাগের সদর দপ্তরে কোন কোন অধিদপ্তর/পরিদপ্তর/সংস্থার অফিস স্থাপন করা প্রয়োজন সে বিষয়ে সুপারিশ দেবে।

একই সঙ্গে এ সব অফিস স্থাপনের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো নিরূপণ করবে কমিটি।

এছাড়া বিভাগীয় অফিসগুলোর জন্য প্রয়োজনীয় লোকবল নির্ধারণ, ভৌত অবকাঠামো এবং লোকবলের জন্য আর্থিক সংশ্লেষ নিরূপণ, প্রস্তাবিত বিভাগের সীমানাসহ অন্যান্য বিষয়েও সুপারিশ করবে এ কমিটি।

গত ২৬ জানুয়ারি মন্ত্রিসভা বৈঠকে ময়মনসিংহকে দেশের অষ্টম প্রশাসনিক বিভাগ ঘোষণার প্রস্তাবে সায় দিয়ে বিষয়টি চূড়ান্ত করতে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) পাঠানো হয়।