৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময় পরিবর্তন

বিএনপি জোটের হরতালের কারণে এসএসসি পরীক্ষা পেছানোর প্রভাব পড়েছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতেও।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2015, 12:07 PM
Updated : 21 Feb 2015, 12:18 PM

৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৬ মার্চ সকালে হওয়ার কথা ছিল। তবে এসএসসির একটি পরীক্ষা পিছিয়ে ওই দিন যাওয়ায় প্রিলিমিনারি পরীক্ষা ৬ মার্চ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সীমা শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এসএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত জানানোর পর পিএসসি পরীক্ষার দিন ঠিক রেখে সময় পিছিয়ে দেয়।   

এই পরীক্ষা ৬ ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলেও পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত জটিলতার জন্য এক পাস পেছানো হয়েছিল।

৩৫তম বিসিএসে অংশ নিতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছেন, যা বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ।

সরকারি কর্মকমিশন (পিএসসি) ভবন।

এর আগে ৩৪তম বিসিএসে ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন আবেদন করেছিলেন। সেই হিসাবে গত বিসিএস থেকে ৩৫তম বিসিএসে ২২ হাজার ৫৩২ জন বেশি প্রার্থী আবেদন করেছেন।

৩৫তম বিসিএসে অংশ নিতে ঢাকা কেন্দ্রের অধীনে পরীক্ষাং অংশ নিতে এক লাখ ৫৫ হাজার ২৪৪ জন, রাজশাহী কেন্দ্রে ২১ হাজার ৮৭৩ জন এবং চট্টগ্রামে ২০ হাজার ৪৬৯ জন প্রার্থী আবেদন করেছেন।

এছাড়া খুলনা কেন্দ্রে ১৪ হাজার ৭৮ জন, বরিশালে পাঁচ হাজার ৭২৯ জন, সিলেটে নয় হাজার ৮৫৮ জন এবং রংপুর কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশ নিতে  আবেদন করেছেন ১৬ হাজার ৮৫৬ জন।