চট্টগ্রামে শিক্ষক খুনের ঘটনায় মামলা

চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষিকা খুনের ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2015, 02:25 PM
Updated : 10 Jan 2015, 06:44 PM

শনিবার বিকালে পাঁচলাইশ থানায় নিহতের স্বামী ডা. রাজেন্দ্র চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটিতে নাম উল্লেখ করে কাউকে আসামি করা হয়নি। পুলিশের তদন্তে সনাক্ত হওয়া খুনিদের মামলায় অন্তর্ভুক্ত করা হবে।

সকালে নগরী পাঁচলাইশ থানাধীন তেলেপট্টি লেইন এলাকায় রাস্তার ওপর দুর্বৃত্তরা প্রকাশ্যে এলোপাথারি কুপিয়ে আহত করে জ্যেষ্ঠ শিক্ষিকা অঞ্জলী রানী দেবীকে (৫৭)।

বেলা ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওসি মহিউদ্দিন মাহেমুদ বলেন, হামলার পর অঞ্জলীর পাশে তার ব্যাগ ও মোবাইল পড়ে ছিল। সেগুলোও কেউ নিয়ে যায়নি।

“কারা এ হামলা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”

এদিকে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে চট্টগ্রাম ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশন ও চট্টগ্রাম নার্সিং কলেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।  

চট্টগ্রাম ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রতন কুমার নাথ বলেন, খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

“এর মধ্যে খুনিরা গ্রেপ্তার না হলে রোববার দুই সংঘটনের বৈঠকের পর পরবর্তী কর্মসুচি দেওয়া হবে।”