তারেক-সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2015, 01:19 PM
Updated : 8 Jan 2015, 02:58 PM

তিন দিন আগে লন্ডনে বিএনপির এক অনুষ্ঠানে তারেকের দেওয়া বক্তব্য সরাসরি সম্প্রচার নিয়ে বৃহস্পতিবার এই মামলা হয়েছে।     

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক সাত বছর ধরে যুক্তরাজ্যে রয়েছেন। সালাম অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে এখন রয়েছেন ঢাকার কারাগারে।

তেজগাঁও থানার এসআই বোরহান উদ্দিন বাদী হয়ে তারেক ও সালামের বিরুদ্ধে এই মামলা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই আবদুল হালিম।

তিনি বলেন, “পরস্পর যোগসাজশে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদর্শন, আইনের দ্বারা প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা তৈরি করতে চেয়েছিলেন এই দুজন (তারেক ও সালাম)।”

এছাড়া স্বাধীন বিচার বিভাগের মধ্যে বিভক্তি ‍সৃষ্টি, সেনাবাহিনী ও বিজিবির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি, পুলিশ বাহিনীর মধ্যে বিরোধ সৃষ্টির প্রয়াস চালানোর অভিযোগ আনা হয়েছে মামলায়।

তারেক সম্প্রতি লন্ডনে বিভিন্ন অনুষ্ঠানে বিতর্কিত কয়েকটি বক্তব্য দেন। তা নিয়ে রিট আবেদন হলে বুধবার হাই কোর্টের এক আদেশে তার বক্তব্য বিবৃতি-প্রচারে নিষেধাজ্ঞা আসে।