গভীর কূপ থেকে দুই দিন পর উদ্ধারের নজিরও আছে

তৎপরতা চলছে চার বছরের শিশু জিহাদকে উদ্ধারে। ক্ষণে ক্ষণে আশাবাদী হয়ে ওঠার খবর পাওয়া গেলেও দীর্ঘ সময়ে উদ্ধার করা যায়নি তাকে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2014, 04:54 PM
Updated : 26 Dec 2014, 07:33 PM

শুক্রবার দুপুরের পর রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনি মাঠের পাশে ওয়াসার কয়েকশ ফুট গভীর পাইপে পড়ে যায় এই শিশু।

এর আগে এত গভীরে আটকা পড়ার ঘটনা গণমাধ্যমে খুব একটা আসেনি। ২০১৩ সালে ভারতের রাজস্থানে কারাউলি জেলার চারদা কালা গ্রামে ঘুড়ি ওড়াতে গিয়ে ছোটু নামের এক নয় বছর বয়সী শিশু গভীর নলকূপে পড়ে যায়। 

২০০ ফুট গভীর ওই নলকূপের ১০০ ফুট গভীরে আটকে ছিল ছোটু। তবে ২০ ঘণ্টা চেষ্টার পরও ভারতীয় পুলিশ ও সেনাবাহিনী তাকে জীবিত উদ্ধার করতে পারেনি।

এর আগে ২০০৮ সালে ভারতের আগ্রার কাছের একটি গ্রামে দেড়শ ফুট গভীর কূপে পড়ে যায় দুই বছরের শিশু।

চারদিন পর ভারতীয় সেনাবাহিনী ওই কূপের পাশে আরেকটি কূপ খনন করে সোনু নামের ওই শিশুটিকে মৃত উদ্ধার করে।

তবে ২০০৬ সালে উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র শহরের পাশে একটি গ্রামে ছয়  বছর বয়সী প্রিন্স নামের এক শিশুকে ঠিকই ৬০ ফুট গভীর ‍কুয়া থেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছিল ভারতীয় সেনাবাহিনী।

সেনাবাহিনীর প্রকৌশল ইউনিট দুইদিন চেষ্টার পর ওই শিশুটিকে উদ্ধার করে।