চট্টগ্রাম-ময়মনসিংহে আসছে ‘বিজয় এক্সপ্রেস’

চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘বিজয় এক্সপ্রেস’ শুক্রবার থেকে যাত্রা শুরু করছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2014, 10:24 AM
Updated : 16 Dec 2014, 10:24 AM

শুক্রবার ময়মনসিংহ স্টেশনে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলমন্ত্রী মজিবুল হক। পরদিন শনিবার এটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাবে।

এর আগে বুধবার চট্টগ্রাম স্টেশন থেকে বিজয় এক্সপ্রেসের পরীক্ষামূলক যাত্রা শুরু হবে।

পূর্ব রেলের কর্মকর্তারা জানান, আন্তঃনগর ট্রেনের বহরে নতুন সংযোজন ট্রেনটি প্রতি সপ্তাহের বুধবার ছাড়া অন্য ছয় দিন এই পথে চলাচল করবে।

ট্রেনটি সকাল ৭টা ২০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে আর রাত ৮টায় ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে যাবে।

ফাইল ছবি

পূর্ব রেলের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের যাত্রীদের ভ্রমণের সুবিধার জন্যই বিজয় এক্সপ্রেস চালু হচ্ছে। সব প্রস্তুতি শেষ। শুক্রবার সকালে এটি চট্টগ্রাম থেকে চলবে।”

বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার পর ভাটিয়ারী, ফেনী, লাকসাম, কুমিল্লা, ভৈরব বাজার, কিশোরগঞ্জ, গৌরীপুর স্টেশনে যাত্রা বিরতি করে ময়মনসিংহ পৌঁছাবে।

নতুন ট্রেনের ১২টি কোচে মোট ৫৯৪ জন যাত্রীর বসার ব্যবস্থা থাকবে।

এই রুটে এখন প্রতিদিন ময়মনসিংহ এক্সপ্রেস নামের একটি ট্রেন চলাচল করে।