হ্যাপীর মামলায় জামিন পেলেন রুবেল

নারী নির্যাতন আইনে চিত্রনায়িকা নাজনীন আকতার হ্যাপীর করা মামলায়  হাই কোর্ট থেকে চার সপ্তাহের জামিন পেলেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2014, 10:32 AM
Updated : 15 Dec 2014, 12:09 PM

তার আবেদনের শুনানি করে বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। 

রুবেলের আইনজীবী শ ম রেজাউল করিম বলেন, “আদালত তার আবেদনের নিষ্পত্তি করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। এই মেয়াদ শেষে তাকে বিচারিক আদালতে গিয়ে আবার জামিন নিতে হবে।”     

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগে শনিবার রাজধানীর মিরপুর থানায় এই মামলা করেন চিত্রনায়িকা হ্যাপী।

তার অভিযোগ, ফেইসবুকে রুবেলের সঙ্গে প্রায় এক বছর আগে তার পরিচয় হয়। নয় মাস ধরে তার সঙ্গে ঘনিষ্ঠতা।

“বিয়ের কথাবার্তা চলার মধ্যে আরেক মেয়ের সাথে সম্পর্ক করে রুবেল। এ ব্যাপারে অভিযোগ করলে সে এড়িয়ে যায়।”

পরে রুবেল তাকেও এড়িয়ে চলতে শুরু করেন অভিযোগ করে এই অভিনেত্রী বলেন, বিয়ের কথা বলায় রুবেল গড়িমসি শুরু করায় মামলা করেছেন।

অবশ্য পরদিন তিনি বলেছেন, রুবেল বিয়ে করতে রাজি হলেই তিনি মামলা তুলে নেবেন।

মিরপুর থানার ওসি সালাহউদ্দিন মামলার দিন জানিয়েছিলেন, কমার্স কলেজের কাছে রুবেলের ফ্ল্যাটে হ্যাপীর যাতায়াত ছিল।

অভিযোগের বিষয়ে রোববার ঢাকা মেডিকেল কলেজে হ্যাপীর ডাক্তারি পরীক্ষাও হয়েছে।

 

আগামী মাসের প্রথম দিনে ২৫ বছর পূর্ণ হতে চলা রুবেলের জন্ম বাগেরহাটে। জাতীয় দলে নিয়মিত খেলতে থাকা এই পেসার ৫৩টি ওয়ানডেতে ৬৯ উইকেট নিয়েছেন। আর ২২ টেস্টে পেয়েছেন ৩২ উইকেট।

জাতীয় ক্রিকেট বোর্ডের বিধিনিষেধ থাকায় এ পর্যন্ত হ্যাপীর অভিযোগের বিষয়ে মুখ খোলেননি রুবেল।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী নাজনীন আক্তার হ্যাপী ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রে প্রধান অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত আরো কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে বলে জানিয়েছেন তিনি।