আইএফআইসি সাহিত্য পুরস্কার পেলেন পাঁচজন
নিজস্ব প্রতিবেদক,
Published: 08 Dec 2014 01:26 AM BdST Updated: 08 Dec 2014 01:26 AM BdST
বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচ লেখককে ২০১২ ও ২০১৩ সালের ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার’ দেওয়া হয়েছে।
রোববার রাজধানীর রেডিসন হোটেলে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। পুরস্কার হিসেবে নগদ টাকার চেক, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে।
২০১২ সালে ‘উয়ারী-বটেশ্বর: শেকড়ের সন্ধানে’ বইয়ের জন্য যৌথভাবে পুরস্কার পান লেখক সুফি মোস্তাফিজুর রহমান ও মুহাম্মদ হাবিবুল্লা পাঠান। আর ‘বাংলার বৌদ্ধ: ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি’ বইয়ের জন্য পুরস্কৃত হন শিমুল বড়ুয়া।
২০১৩ সালে ‘মুক্তিযুদ্ধে মেজর হায়দার ও তাঁর বিয়োগান্ত বিদায়’ বইয়ের জন্য জহিরুল ইসলামকে পুরস্কার দেওয়া হয়। ‘মধুসূদন: বিচিত্র অনুষঙ্গ’ বইয়ের জন্য পুরস্কৃত করা হয় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নানা পুরস্কারে ভূষিত খসরু পারভেজকে।
বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সৃজনপ্রতিভার স্বীকৃতি হিসাবে ২০১১ সালে আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার চালু করা হয়। প্রতি বছর দুটি নির্বাচিত বইয়ের লেখককে পুরস্কার হিসাবে পাঁচ লাখ টাকা দেওয়া হয়।
প্রথম বছর ‘জলেশ্বরীর দিনপত্রী’বইয়ের জন্য সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং অনূদিত ‘অনন্য জীবনানন্দ’ বইয়ের জন্য ফারুক মঈনউদ্দীন পুরস্কারে ভূষিত হন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে রেডিসন হোটেলের ব্লু ওয়াটার গার্ডেন সাজানো হয় জসীম উদদীনের কবিতার মূল উপজীব্য বাংলার চিরসবুজ পল্লীর আবহে। পরিপাটি কুঁড়ে ঘর, সারি সারি গাছ রেখে আনা হয় গ্রামীণ চিত্র।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ছাড়াও আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সালমান এফ রহমান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিরীন শারমিন বলেন, “এ ধরনের পুরস্কার লেখক-সাহিত্যিকদের আরো গভীরভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করবে।”
অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, “মানব সভ্যতার যা কিছু শ্রেষ্ঠ জিনিস তা থেকে পৃথিবী দিন দিন সরে আসছে। পৃথিবীতে গড়ে উঠেছে একটা নির্মম বাণিজ্যিক পরিবেশ।
“তবে সম্পদশালীদের এ ধরনের সহযোগিতা সৃজনশীল চিন্তা ও কাজকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।”
-
দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান ডাক-সুকে শেখ হাসিনার অভিনন্দন
-
২৫ বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়ে সংকলন
-
ঢাকার কাফরুলে স্বামীর ‘ছুরিকাঘাতে’ স্ত্রী নিহত
-
উত্তরায় নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার
-
বিদ্যুতের খুঁটি মাথায় পড়ে রিকশাচালকের মৃত্যু
-
নুরুল ইসলাম হত্যা: পিবিআইয়ের অভিযোগপত্র বাতিল
-
অস্ট্রেলিয়ায় লেবার পার্টির জয়ে অ্যান্থনি আলবানিজকে অভিনন্দন শেখ হাসিনার
-
কতটা সেবা দিতে পারছে বিআরটিসি?
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল