খলিলের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি: প্রধানমন্ত্রী

বিশিষ্ট অভিনেতা খলিল উল্লাহ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2014, 07:23 AM
Updated : 7 Dec 2014, 07:23 AM

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “অভিনেতা খলিল তার সহজাত অভিনয় প্রতিভার গুণে এদেশের চলচ্চিত্র দর্শকদের মন জয় করেছিলেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হল।”

প্রধানমন্ত্রী এই অভিনেতার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বাংলাদেশের চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা পাওয়া এই অভিনয় শিল্পী রোববার রাজধানীর স্কয়ার হাসপাতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি সিলেটের কুমারপাড়ায় জন্মগ্রহণ করেন খলিল উল্লাহ খান। আনসারে চাকরি করার পাশাপাশি পাঁচ দশকেরও বেশি সময়ে প্রায় আটশ চলচ্চিত্র ও বহু টিভি নাটকে তিনি অভিনয় করেছেন।