রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়ের কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কাননকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
Published : 29 Nov 2014, 10:31 PM
শনিবার রাত ৯টায় দিকে নগরীর পশ্চিম বাবুখাঁ এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কাননকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক সৈয়দ আবু তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধারালো অস্ত্রের আঘাতে কাননের বাম পা ও ডান হাতের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে।”
কারমাইকেল কলেজ ছাত্রলীগের সভাপতি রাফিউর রহমান রাফির বরাত দিয়ে কোতয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, “রাত সাড়ে ৮টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন একটি ফিলিং স্টেশনে তেল নিয়ে মোটরসাইকেলে করে পার্ক মোড়ের বাসায় ফিরছিলেন কানন।
“পথিমধ্যে পশ্চিম বাবুখাঁ এলাকার নজরুল পাঠাগারের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে এসে তিন যুবক তার গতিরোধ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।”
এসময় কাননের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানিয়েছেন ওসি আব্দুল কাদের।