নাটোরের বড়াইগ্রামে স্বপ্নে ‘আদেশপ্রাপ্ত’ হয়ে তিন মাসের কন্যা সন্তানকে কামড়িয়ে হত্যা করেছে তার মানসিক রোগী বাবা।
Published : 28 Nov 2014, 02:10 PM
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন জানান, শুক্রবার ভোরে উপজেলার মুনপিরিত গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুসরাত রুকাইয়ার বাবা নাজমুল হুসাইন (৩৪) কাঠের আসবাবপত্র বিক্রেতা ।
নাজমুলের স্ত্রী মঞ্জুয়ারা বেগম বলেন, নাজমুল বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন। গভীর রাতে ঘুম থেকে উঠে জিকির করতেন তিনি।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া করে দুই মেয়ে ইভা ও রুকাইয়াকে নিয়ে তারা ঘুমিয়ে পড়েন। ভোর ৫টার দিকে হঠাৎ তার স্বামী ছোট মেয়ে রুকাইয়াকে কোলে নিয়ে বাড়ির বাইরে চলে যায়।
বেশ কিছুক্ষণ কেটে গেলেও না আসায় বাইরে গিয়ে তিনি রুকাইয়ার রক্তাক্ত লাশ দেখতে পান। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে নাজমুলকে আটক করে।
নাজমুলের চাচা আলীফ হোসেন সাংবাদিকদের বলেন, "নাজমুল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
প্রতিবেশী লিটন খন্দকার জানান, তিন দিন আগে বাড়ির উঠোনে টিনের ঘর বানিয়ে সেখানে আগরবাতি জ্বালিয়ে জিকির করতেন নাজমুল। স্বপ্নে প্রচুর ধনসম্পদ পাবেন বলেও লোকজনকে বলে বেড়াতেন।
জিজ্ঞাসাবাদে স্বপ্নে আদেশ পেয়ে সন্তানকে হত্যা করেছেন বলে নাজমুল জানিয়েছে।