আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ইন্দোনেশিয়ার তৈরি ‘স্টেইনলেস স্টিলের’ দেড়শ কোচ।
Published : 27 Nov 2014, 03:24 PM
এডিবির অর্থায়নে ১০০টি মিটারগেজ এবং ৫০টি ব্রডগেজ কোচ সংগ্রহে বৃহস্পতিবার রেলভবনে ইন্দোনেশিয়ার একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে রেল কর্তৃপক্ষ।
এর মধ্যে মিটারগেজ বগি সংগ্রহে খরচ পড়বে প্রায় ৩৪৫ কোটি টাকা, আর ব্রডগেজ বগির জন্য প্রায় ২১৭ কোটি টাকা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, “এর মাধ্যমে কোচের অভাব পূরণ হবে, পুরনো বগির বদলে নতুন কোচ যুক্ত হবে।”
রেলপথ মন্ত্রণালয়ের পক্ষে মহাপরিচালক তফাজ্জল হোসেন এবং ইন্দোনেশীয় প্রতিষ্ঠান আইএনকেএ, পিটি ইনডাস্ট্রি কিরিটা এপিআই (পারসিরো)- এর প্রেসিডেন্ট ডিরেক্টর আর আগুস এইচ পুরনোমু ১০০ মিটারগেজ কোচ সংগ্রহের চুক্তিতে সই করেন।
৫০টি ব্রডগেজ কোচ সংগ্রহের চুক্তিতে সই করেন রেলের এডিজি খলিলুর রহমান এবং আর আগুস এইচ. পুরনোমু।
বাংলাদেশে এই প্রথমবারের মতো স্টেইনলেস স্টিলের বগি আনা হচ্ছে জানিয়ে রেলের মহাপরিচালক তফাজ্জল হোসেন বলেন, “এগুলো টেকসই, রক্ষণাবেক্ষণ খরচও কম।”
ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠানটি আগামী ২৪ মাসের মধ্যে নতুন এই বগিগুলো সরবারহ করবে বলে জানান তিনি।
অন্যদের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মনসুর আলী, বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতে ইওয়ান উইরানাতা আতমাতজাসহ উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।