বেআইনি পারাপারে জরিমানা গুনলেন ৩ শতাধিক

সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রথম দিনে তিন শতাধিক পথচারীকে জরিমানা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2014, 06:41 AM
Updated : 25 Nov 2014, 06:22 PM

ওভার ব্রিজ ও আন্ডার পাস ব্যবহার না করে সড়কের মধ্য দিয়ে পারাপার করায় এই সাজা দেওয়া হয় বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে।

রাজধানীতে যত্রতত্র পারাপার বন্ধে ফার্মগেইট থেকে শাহবাগ পর্যন্ত সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা তিন দিন আগেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল।

এরপর দুদিন এই বিষয়টি নিয়ে জনসচেতনতামূলক কাজ চালিয়ে মঙ্গলবার দুটি আদালতের কার্যক্রম পরিচালনা করা হয় বলে ডিএমপির অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাস জানান।  

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিন শতাধিক পথচারীকে জরিমানা করা হয়েছে।

ডিএমপির নির্বাহী হাকিম আবদুল কুদ্দুস জানান, ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার না করে রাস্তা পার হওয়ায় কারওয়ান বাজারে ১৭২ জন ও বাংলা মোটরে ১৬৯ জনকে মোট ২৪ হাজার ৯৫ টাকা জরিমানা করা হয়।

ফুটওভার ব্রিজ ব্যবহার না করে সড়কের মধ্য দিয়ে পারাপারের সর্বোচ্চ শাস্তি ছয় মাস কারাদণ্ড অথবা ২০০ টাকা জরিমানা।

বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবার ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলে জানান তিনি।

অতিরিক্ত কমিশনার মিলি জানান, আগামী সাতদিন এ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।

রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান শুরুর পর পথচারীদের মধ্যে শৃঙ্খলা আনতে ভ্রাম্যমাণ আদালতের কাজ শুরু হল।