সাংসদ বদি কারাগারে

সম্পদের তথ্য গোপনের মামলায় আত্মসমর্পণের পর কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2014, 05:40 AM
Updated : 12 Oct 2014, 05:40 AM

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের এই সাংসদ রোববার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে মহানগর হাকিম মো. মারুফ হোসেন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা বদির পক্ষে শুনানিতে অংশ নেন তার আইনজীবী মাহফুজুর রহমান লিখন। দুদকের পক্ষে ছিলেন কবির হোসাইন।

২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদের বিবরণে মিথ্যা তথ্য দেয়া এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক খায়রুল হুদা গত ২১ অগাস্ট রাজধানীর রমনা থানায় বদির বিরুদ্ধে এ মামলা করেন।

এ মামলায় বদির বিরুদ্ধে সম্পদের হিসাব বিবরণীতে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

বদি গত ১১ সেপ্টেম্বর এ মামলায় হাই কোর্ট থেকে চার সপ্তাহের জামিন পান। ওই জামিনের মেয়াদ শেষে রোববার নতুন করে জামিন চাইতে মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

বদির আইনজীবীরা জামিন চেয়ে শুনানিতে বলেন, সাংসদ নিচু জমি কিনে ভরাট করার পর জমির মূল্য বেড়ে গেছে, তিনি দুর্নীতি করেননি।