ভাষা মতিনের মৃত্যুতে স্পিকার-ডেপুটি স্পিকারের শোক

ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক আবদুল মতিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2014, 07:27 AM
Updated : 8 Oct 2014, 07:27 AM

সংসদ সচিবালয় থেকে পাঠানো এক শোকবার্তায় স্পিকার বলেন, “আবদুল মতিন ছিলেন জাতির জন্য নিবেদিতপ্রাণ। তার মৃত্যুতে দেশ একজন আদর্শ ব্যক্তিকে হারাল।”
শিরীন শারমিন ভাষা মতিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা বরেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মস্তিষ্কে স্ট্রোক হওয়ায় গত দেড় মাসের বেশি সময় ধরে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) নেতা মতিন।

বুধবার সকাল ৯টায় লাইফ সাপোর্ট খুলে নিয়ে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পৃথক শোকবার্তায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, “আবদুল মতিন ছিলেন সময়ের সাহসী সন্তান। তার মৃত্যু দেশের এক অপূরণীয় ক্ষতি।”

সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজও এই ভাষা সৈনিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, “আবদুল মতিনের মৃত্যুতে যে ক্ষতি হলো তা কখনোই পূরণ হবার নয়।”