ভাষা সংগ্রামী মতিনের অবদান স্মরণ করবে জাতি: রাষ্ট্রপতি

ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক আবদুল মতিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2014, 06:50 AM
Updated : 8 Oct 2014, 01:41 PM

রাষ্ট্রপতির কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সৌদি আরবের মদিনা থেকে টেলিফোনে রাষ্ট্রপতির শোক প্রকাশের কথা জানান।

হজ পালনের জন্য সৌদি আরব সফররত রাষ্ট্রপতি আগামী ১০ অক্টোবর দেশে ফিরবেন।

ভাষা আন্দোলনে আবদুল মতিনের অবদান স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, “তার মৃত্যুতে জাতি ভাষা আন্দোলনের একজন জীবন্ত কিংবদন্তীকে হারালো।

“ভাষাসৈনিক আবদুল মতিন মাতৃভাষার অধিকার আদায়ে যে অবদান রেখেছেন জাতি তা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

মতিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি হামিদ।

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান আবদুল মতিন। গত দেড় মাসের বেশি এই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি।

১৯৫২ সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক হিসেবে ভাষার দাবিতে বাঙালির আন্দোলনে নেতৃত্বের ভূমিকায় ছিলেন আবদুল মতিন।