এক জীবন্ত ইতিহাসের অবসান হলো: প্রধানমন্ত্রী

ভাষাসৈনিক আবদুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2014, 05:40 AM
Updated : 8 Oct 2014, 06:46 AM

বুধবার এক শোকবার্তায় তিনি বলেন, দেশের স্বাধীনতার সোপান রচনা হয় ভাষা আন্দোলনের মাধ্যমে। আর ভাষা মতিন সেই আন্দোলনের অন্যতম সংগ্রামী। তার মৃত্যু একটি জীবন্ত ইতিহাসের অবসান।

২০০৭ সালের ১২ নভেম্বর ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ভাষা মতিন।

শেখ হাসিনা ভাষা সৈনিক মতিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়।

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান আব্দুল মতিন।

মস্তিষ্কে স্ট্রোক হওয়ায় গত দেড় মাস ধরেই ওই হাসপাতালে ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) এই  নেতা।

১৯৫২ সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক হিসেবে নেতৃত্বের ভূমিকার জন্য তাকে ‘ভাষা মতিন’নামেই চেনে বাংলাদেশের মানুষ।