রায়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: সেক্টর কমান্ডার্স ফোরাম

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ে হতাশা প্রকাশ করেছেন সেক্টর কামান্ডার্স ফোরামের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান কে এম শফিউল্লাহ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 07:21 AM
Updated : 17 Sept 2014, 07:21 AM
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির সাঈদীর আপিলের রায়ে সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

বুধবার এই রায় প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়  মুক্তিযুদ্ধে এস ফোর্সের প্রধান সেক্টর কমান্ডার শফিউল্লাহ বলেন, “এ রায়ে আমরা হতাশ। এতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।”

অসুস্থ থাকায় এ নিয়ে আর কোনো কথা বলতেও চাননি তিনি।

ফোরামের নির্বাহী সদস্য তুষার আমিন বলেন, “আমরা খুবই হতাশ। আমরা ফাঁসি আশা করেছিলাম।”

আপিল বিভাগের এই রায়ের বিরুদ্ধে অন্য কোনো আইনি পদক্ষেপ নেয়া যায় কি না তা বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।