এর আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন তিনি।
তবে এই রায় প্রত্যাখ্যান করে গণজাগরণ মঞ্চ বলছে, জামায়াতে ইসলামীর সঙ্গে আঁতাত করে এই রায় দেয়া হয়েছে।

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছে আপিল বিভাগ।
বুধবার সকালে এই রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে তুরিন সাংবাদিকদের বলেন, “আমরা এখনও পূর্ণাঙ্গ রায় হাতে পাইনি। তা না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। এটি হাতে পেলে বুঝতে পারব কোন কোন জায়গায় আরো তথ্য- প্রমাণ দেয়ার দরকার ছিল।”
সাঈদীর সাজা কমার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “সর্বোচ্চ শাস্তি আমাদের প্রত্যাশিত ছিল। তবে আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল।”
এদিকে আপিল বিভাগের এই রায় প্রত্যাখ্যান করে শাহবাগ এলাকায় বিক্ষোভ করছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।