আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে: আইনমন্ত্রী

সরানোর ক্ষমতা সংসদে গেলেও কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ এলে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ আইনে থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 04:54 PM
Updated : 14 Sept 2014, 04:54 PM

বিচারপতিদের সরানোর ক্ষমতা আইন প্রণেতাদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনের প্রস্তুতিতে নানা আলোচনার মধ্যে রোববার তিনি একথা জানান।

সংবিধান সংশোধনের প্রস্তাব সংসদের এই অধিবেশনেই পাস হওয়ার কথা। এর আলোকে বিচারপতিদের অপসারণের বিষয় সুনির্দিষ্ট করে একটি আইন তিন মাসের মধ্যে হবে বলে আইনমন্ত্রী বলে আসছেন।

সরকারের এই উদ্যোগের বিরোধিতা করে বিএনপি বলছে, এর মধ্য দিয়ে বিচারপতিদের হাত-পা বেঁধে ফেলা হচ্ছে এবং আওয়ামী লীগ তা করছে বিচার বিভাগের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য।

রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের বিচারিক কর্মকর্তাদের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্যে আইনমন্ত্রী এই বিষয়ে বলেন, সুপ্রিম কোর্টের বিচারকদের অভিশংসনের ক্ষেত্রে সকল পক্ষ যাতে সমান সুযোগ পায় আইনের মাধ্যমে তা নিশ্চিত করা হবে।

“অভিযুক্ত বিচারককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়াসহ সংশ্লিষ্ট সব বিষয় আইনে থাকবে।”

আইনমন্ত্রী বলেন, কেবল ‘অসদাচরণ’ ও ‘অসামর্থ্য’র কারণেই বিচারকরা অপসারণের সম্মুখীন হবেন। অন্য কোনো কারণে নয়।

“সংসদের ক্ষমতায় বিচারকদের স্বাধীনতা মোটেই প্রভাবিত হবে না। এ ব্যবস্থায় বরং তাদের সম্মান ও স্বাধীনতা সুনিশ্চিত হবে।”

এই ক্ষমতার অপব্যবহার এড়াতে আইনে অসদাচরণ ও অসামর্থ্যের সংজ্ঞা স্পষ্ট করা হবে বলে জানান তিনি।