বেতন-বৈষম্য দূর করার দাবি সহকারী শিক্ষকদের

প্রধান শিক্ষকদের নিচের ধাপে বেতন-ভাতা দাবি করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2014, 07:04 AM
Updated : 12 Sept 2014, 07:04 AM

এছাড়া ‘এন্ট্রি পদ’ থেকে সহকারী শিক্ষকদের শতভাত পদোন্নতিও চেয়েছে বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতি।

গুলিস্তানের সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি শাহিনুর আল-আমীন।

তিনি বলেন, প্রধান শিক্ষকদের বেতন স্কেল সহকারী শিক্ষকদের চেয়ে তিন ধাপ উপরে দেওয়া হয়েছে। এই বেতন-বৈষম্য কমিয়ে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকদের একধাপ নিচের বেতন স্কেল দিতে হবে।

গত ৯ মার্চ সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দিয়ে তাদের বেতন স্কেল ছয় হাজার চারশ টাকা এবং সহকারী শিক্ষকদের বেতন স্কেল পাঁচ হাজার দুইশ টাকা নির্ধারণ করে সরকার।

বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ শতাংশ সহকারী শিক্ষক পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হওয়ার সুযোগ পান।

শাহিনুর বলেন, “আমরা চাই সহকারী শিক্ষকদের পদকে এন্টিপদ ধরে সরকার শতভাগ শিক্ষকের পদোন্নতি সুযোগ তৈরি করুক।”

এসব দাবির বিষয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে দেড় লাখ শিক্ষককের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে জানিয়ে এই শিক্ষক নেতা দাবি করেন, তাদের সংগঠনের সঙ্গে সাড়ে তিন লাখ সহকারী শিক্ষক রয়েছেন।

দাবি আদায়ে আগামী ১৫ থেকে ২০ সেপ্টম্বর কালোব্যাজ পড়ে শিক্ষকরা ক্লাসে যাবেন বলেও জানান শাহিনুর।

সংগঠনের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রবিউলসহ অন্য শিক্ষক নেতারাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।