চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবাসে বোমা হামলার ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
Published : 11 Sep 2014, 07:41 PM
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠনটি এক বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবাসে বোমা হামলাকে ‘ন্যক্কারজনক’ বলে আখ্যায়িত করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হকের সই করা বিবৃতিতে বলা হয়, “উচ্চশিক্ষা ও গবেষণার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার জীবনকে বেছে নেওয়ার বিপরীতে আহত হবার এই প্রতিদান সকল শিক্ষকের হৃদয়ের গভীরে আঘাত করে।”
এতে বলা হয়, “আমরা গত এক সপ্তাহ ধরে অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ করছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির নিয়ন্ত্রিত সোহরাওয়ার্দী হল থেকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের পর প্রশাসন কর্তৃক হলটি সিলগালা করার জের ধরে কথিত ‘সাধারণ শিক্ষার্থী’দের ব্যানারে অবরোধের ডাক দেয়া হয়।
“অবরোধের সময় একাধিক বার শাটল ট্রেন ও শিক্ষক বাসে হামলা করা হয়েছে।এর আগেও শিক্ষকবাস ভাংচুর ও শাটলট্রেনে ককটেল নিক্ষেপের বেশ কিছু ঘটনা ঘটেছে।”
বোমা হামলার ঘটনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি ‘কলঙ্কজনক ঘটনা’ হিসেবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিক্ষকবাসে বোমা হামলা, শাটল ট্রেনে শিক্ষার্থীদের উপর বোমা হামলার মতো সকল অমানুষিক ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই।
“কেবল বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবেই নয়, একদল সংবেদনশীল মানুষ হিসেবে আমরা এই ঘটনায় ক্ষুব্ধ এবং বিস্মিত। তাই আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
বিবৃতিতে স্বাক্ষর করেছেন রাহমান নাসির উদ্দিন, রাজীব নন্দী, মাহমুদুল সুমন, সৌভিক রেজা, ফাতেমা শুভ্রা, শোয়াইব জিবরান, কাজী শুসমিন আফসানা, সেলিম রেজা নিউটন, মানস চৌধুরী, জোবাইদা নাসরীন, ফাহমিদুল হক, স্বাধীন সেন, মো. নূরুজ্জামান, মোহাম্মদ তানজীম উদ্দিন খান, বখতিয়ার আহমেদ, সাহিদ সুমন, মো. দেলোয়ার হোসেন, মো. ফারুক হোসেন, মোক্তার আহমেদ চৌধুরী, সাদাত-আল-সাজীব, কাজীম নূর সোহাদ ও হাসান ফয়সাল।