লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি

চোখের চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2014, 05:43 AM
Updated : 18 August 2014, 05:43 AM

স্থানীয় সময় রোববার সন্ধ্যা পৌনে ৮টায় রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইট হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়।

সোমবার  রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানে যাত্রার সময় রাষ্ট্রপতি যাত্রীদের সময় কুশল বিনিময় করেন। এসময় রাষ্ট্রপতিকে কাছে পেয়ে বিমানের যাত্রীরা অবাক হন।”

হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ২৫ অগাস্ট রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

৭০ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমা সমস্যায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায়ও চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুরে যেতেন তিনি।