রোহিঙ্গা ঠেকাতে ইসির নির্দেশনা 

মিয়ানমার সীমান্তবর্তী জেলাগুলোয় রোহিঙ্গাদের ভোটার হওয়ার প্রবণতায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন তদারকি বাড়াতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2014, 12:28 PM
Updated : 10 August 2014, 12:28 PM

ফাইল ছবি

রোববার ইসিতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে কেন্দ্রীয় সমন্বয় কমিটি ও শীর্ষ মাঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ইসি সচিব মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, “বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য জেলায় রোহিঙ্গারা যাতে ভোটার না হতে পারেন, সেজন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এজন্য স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে কমিটিও করেছি।

“কোনো বিদেশি নাগরিক যেন ভোটার না হতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

নতুন ভোটার সাড়ে ২৩ লাখ

প্রায় ৫ শতাধিক উপজেলার অর্ধেক এলাকায় ভোটার তালিকা হালনাগাদের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

বর্তমানে ৯ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৬৪১ জন ভোটার রয়েছে। সারাদেশে ৫১২ উপজেলায় ৪৬ লাখ নতুন ভোটার যোগ হবে বলে ধারণা ইসির।

আড়াই শতাধিক উপজেলায় তথ্য সংগ্রহ ও ছবি তুলে নিবন্ধন শেষের পর ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব উপজেলায় মোট তথ্য সংগ্রহ করা হয়েছে ৩১ লাখ ৯৭ হাজার ২৮৮ জনের।আর নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে ২৩ লাখ ৪৬ হাজার ৪০৫ জনের।

নির্বাচন কমিশন

নতুন ভোটারদের মধ্যে পুরুষ ১৩ লাখ ৩৮ হাজার ২৯ জন আর নারী ১০ লাখ ৮ হাজার ৩৭৬ জন।

অন্য বারের চেয়ে নারী ভোটার কম হওয়ায় তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইসি।

সচিব বলেন, “মহিলাদের উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে নির্দেশনার পরও কোনো উন্নতি হয়নি। মহিলাদের উদ্বুদ্ধ করতে সব ধরনের প্রচেষ্টা নিতে বলেছি।”

রক্ষণশীল মনোভাব, কাজের জন্যে শহরের ছুটে আসা, বয়স প্রকাশে অনীহাসহ নানা কারণে নারীদের ভোটার হওয়ার প্রবণতা কম বলে মনে করেন সচিব।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে হালনাগাদের পর এ তারতম্য কমে যাবে বলে আশা রাখেন তিনি।