চার/পাঁচ মাসে সম্প্রচার কমিশন: তথ্যমন্ত্রী

শিগগিরই স্বাধীন সম্প্রচার আইন প্রণয়ন করে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2014, 06:42 PM
Updated : 4 August 2014, 06:42 PM

সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সম্প্রচার নীতিমালার আলোকে আইন প্রণয়নের জন্য ৭-১০ দিনের মধ্যে একটি কমিটি গঠন করা হবে।

প্রধানমন্ত্রী সোমবারের মন্ত্রিসভা বৈঠকে দ্রুত আইন প্রণয়ন করে কমিশন গঠন করতে নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, গণমাধ্যমের অংশীজনদের নিয়ে কমিটি গঠন করা হবে। তারা আইনের খসড়া তৈরিতে দু’মাসের মত সময় নেবেন।

ফাইল ছবি

খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে উন্মুক্ত করে দেয়া হবে। পরে অংশীজনদের মতামত ও সুপারিশের ভিত্তিতে পরিমার্জন ও সংশোধন করা হবে। এতে আরো এক মাস সময় লাগবে।

এই প্রক্রিয়া শেষে এটি সংসদীয় কমিটি দ্বারা যাচাই-বাছাই শেষে মন্ত্রিসভায় পেশ করা হবে।

পুরো প্রক্রিয়া শেষে কমিশন গঠন করতে পাঁচ মাসের বেশি সময় লাগবে না বলে জানান মন্ত্রী ইনু। 

সোমবার নানা বিষয়ে দিক নির্দেশনা দিয়ে টেলিভিশন ও রেডিও’র জন্য প্রচার নীতিমালা অনুমোদন করে মন্ত্রিসভা।

নীতিমালার আওতায় একটি স্বাধীন কমিশন গঠনের বিধান রাখা হয়েছে, তা গঠিত না হওয়া পর্যন্ত তথ্য মন্ত্রণালয় ওই দায়িত্ব পালন করবে।