কুষ্টিয়া সাবেক সাংসদ আব্দুর রউফ চৌধুরীর মৃত্যু

বীর মুক্তিযোদ্ধা ও কুষ্টিয়া থেকে দুবারের নির্বাচিত সংসদ সদস্য আব্দুর রউফ চৌধুরীর মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2014, 04:34 PM
Updated : 24 July 2014, 04:34 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

নিহতের বড় ছেলে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া পৌর ঈদগাহ ময়দানে তার প্রথম জানাযা এবং জুম্মার পর গ্রামের বাড়ি মিরপুর উপজেলার ছত্রগাছায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

মৃত্যুকালে তিন ছেলে ও এক কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি।

মুক্তিযুদ্ধকালীন দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জোনাল কাউন্সিলর চেয়ারম্যান ও বৃহত্তর কুষ্টিয়ার সাবেক গর্ভনর আব্দুর রউফ চৌধুরী ১৯৭৩ সালের নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

পরে ১৯৯১ সালের নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী হয়ে দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।